সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুধু এক বটনেই ঠা’ন্ডা থেকে পাবেন মু’ক্তি, বা’জা’রে এসেছে হাই-টেক হিটিং জ্যাকেট

শুরু হয়ে গিয়েছে শীতের মরশুম। ইতিমধ্যেই জাকিয়ে শীত পড়ে গিয়েছে রাজ্যে। শীতের হাড় কাঁপানো ঠান্ডা অনুভব করছেন আমজনতা। কিন্তু রাতের বেলা লেপ কম্বলের তলায় যতটা আরাম রাস্তায় বেরোলে ততটাই কামড় দিচ্ছে শীত। আর রাস্তায় বেরোনোর জন্য জ্যাকেট সোয়েটার পড়তেই হচ্ছে। পুজোর সময় যেমন নতুন নতুন জামা কাপড় বাজার ছেয়ে যায় ঠিক তেমনি শীতের সময় বিক্রি বাটা বাড়ে জ্যাকেট সোয়েটার টুপি চাদরের। বিশেষ করে ডিসেম্বর শুরু হতেই এসব কেনার হিড়িক পড়ে যায়। কনকনে ঠান্ডায় শরীর গরম করার জন্য চলে এসেছে আইটেক জ্যাকেট।

এই জ্যাকেটের মধ্যে রয়েছে হিটার। যা ঠান্ডা হাত থেকে রক্ষা করতে সাহায্য করবে। মনেই হবে না শীতকাল না গরম কাল। শীতের আগেই হুর মুড়িয়ে বিক্রি হচ্ছে এই হিটার জ্যাকেট। অনলাইনে amazon flipkart এ পাওয়া যাচ্ছে এই জ্যাকেট। হিটার জ্যাকেট কিনতে হলে অবশ্যই দেখতে হবে YHG Heated vest। এখান থেকেই কেনা যাবে এই প্রডাক্ট। অ্যামাজনেও এই জ্যাকেট অর্ডার করা যাবে। অনলাইনে এই জ্যাকেটের দাম ৮৭৯১ টাকা।

যদিও ৫২ শতাংশ ডিসকাউন্ট দিয়ে ৪৩১৬ টাকায় বিক্রি হচ্ছে। এই জ্যাকেটে রয়েছে ইউএসবি হিটিং সাপোর্ট। শরীরকে গরম রাখার জন্য পাঁচটি ভাগে উষ্ণতা বাড়ানো হয় জ্যাকেটের। জ্যাকেটে হিটিং অন করতে একটি বিশেষ বাটন রয়েছে। চাপ দিলেই শুরু হয়ে যাবে হিটিং। এই জ্যাকেট পরিষ্কার করতে প্রথমে হিটিং এলিমেন্ট বার করে নিতে হবে। তারপর সাধারণ জল ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা যাবে।

আরো খবর: নিজেকেই নিজে “শ’য়’তা’ন” বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

দুইটি সাইজে কেনা যাবে এই জ্যাকেট। স্মল মিডিয়াম অথবা লার্জ। তবে এই জ্যাকেট পড়লে শরীরে রক্ত রক্ত চলাচল অত্যন্ত ভালো হবে। শরীরের পেশী গুলি নরম থাকবে। জ্যাকেটের হিটিং কোন মোডে রয়েছে তা জানার জন্য থাকবে বিশেষ এলইডি। লাল রঙের এলইডি মানে সর্বোচ্চ হিটিং মোড। আর সাদা ও নীল আলো জ্বলবে মাঝারি মোডের ক্ষেত্রে। সম্পূর্ণ অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই জ্যাকেট। চাইলেই উষ্ণতা কমাতে বাড়াতে পারবেন।