সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

IPL থেকে রোজগার করা টা’কা’য় প্রতিদিন ৫ হাজার লোককে খাবার খাওয়াই, মু’খ খুললেন গম্ভীর

সাংসদ হয়েও নিজের কেন্দ্রে ভোটারদের প্রতি কর্তব্য পালন না করে আইপিএল দল সামলাতে গিয়ে কার্যত চরম বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে দিল্লির বিজেপি সাংসদ গৌতম গাম্ভীরকে।

এর আগে ধারাভাষ্য দিতে গিয়ে তিনি বিতর্কে জড়িয়েছিলেন। এবার লখনৌ সুপার জায়ান্টসে্য ডাগআউটে বসে রণনীতি তৈরি করেছিলেন তিনি। তীর্যক মন্তব্যর সমুচিত জবাব দিলেন গৌতম গম্ভীর।

তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি পূর্ব দিল্লির সাংসদের সত্ত্বেও আইপিএলে মোটা অর্থ কামানোর জন্য ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে যুক্ত হয়েছেন। পাশাপাশি নিজের কলাম লিখছেন।

আরো পড়ুন: শাকিরার সুখের সংসারে ভাঙ্গন, স্বামী পিকের কু’কী’র্তি প্রকাশ্যে

এমতাবস্থায় সাংসদ হিসেবে সাধারণের প্রতি তার দায়িত্ব কর্তব্য অধরা থেকে যাচ্ছে। এই নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ খুললেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক। তিনি জানালেন আইপিএলের টাকা তিনি এক মাসে 5000 জনকে বিনামূল্যে খাওয়ান।

তিনি আরো বলেছেন সর্বমোট তার 25 লক্ষ টাকা খরচ হয়। বছরে 2.75 কোটি টাকা প্রয়োজন পড়ে। সংসদ তহবিল থেকে এই অর্থ আসে না। এভাবে মানুষকে খাওয়াতে এবং গ্রন্থাগার তৈরি করতে তাকে কাজ করতে হবে।

তাই তিনি আইপিএলের ধারাভাষ্য করেন। এবং এর জন্য তার কোনো লজ্জা বোধ হয় না। বিনামূল্যে খাবার, লাইব্রেরী, স্মোগ টাওয়ার স্থাপন করার জন্য তার অর্থ খরচ হয়।

আইপিএলের টাকা থেকে তিনি নিজের কোনো কাজ করেন না। উপরন্তু জনস্বার্থে সেই অর্থ খরচ করেন। এর জন্য তার কোনো লজ্জা বোধ হয় না।