Home চাকরি রাজ্য সরকারি কর্মীদের টা’না ১৬ দিনের ছু’টি, দেখে নিন ছুটির তা’লি’কা

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজ্য সরকারি কর্মীদের টা’না ১৬ দিনের ছু’টি, দেখে নিন ছুটির তা’লি’কা

দুর্গাপুজো উপলক্ষে টানা ১৬ দিন ছুটি, বাংলার সরকারি কর্মীদের মুখে হাসি ফুটল এর ফলে। রাজ্যের সরকারি কর্মচারীরা সব মিলিয়ে টানা ১৬ দিনের লম্বা ছুটি পেলেন। দুর্গাপুজো বাঙালির সবথেকে বড় উৎসব। সেই উৎসব উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনাল নবান্ন। জানা গিয়েছে, উৎসবের মরসুমে লম্বা পুজোর ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। টানা ১৬ দিনের ছুটি পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা।

এই শুক্রবার ৮ অক্টোবর অফিস ছুটি হওয়ার পর ফের অফিস খুলবে লক্ষ্মী পুজোর পর। যদিও সরকারি হিসেবে ছুটি সুরু হচ্ছে ১১ অক্টোবর থেকে এবং শেষ হচ্ছে ২২ অক্টোবর। বাঙালি গতবছর করোনা আবহে স্বাভাবিক ভাবে পুজো উপভোগ করতে পারেনি । এই আবহে অবশ্য বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে।

তবে কেরলের ওনাম পরবর্তী পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে ১১ দফা নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। এই আবহে রেলের তরফে জানানো হয়, মেট্রোয় চড়ে পুজোয় সারা রাত ঠাকুর দেখা যাবে না কলকাতায়। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, সপ্তমি, অষ্টমি ও নবমি পরিবর্তিত সূচি মেনে চলবে মেট্রো।