সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চীনকে চাপে রা’খা’র কৌশল দিল্লীর, ১৩ বছর ধরে আ’ট’কে থা’কা কা’জে’র অনুমোদন কেন্দ্রের

দারুন খবর পর্যটকদের জন্য, অনেক কষ্ট করে বিভিন্ন রাস্তা অতিক্রম করে পৌঁছতে হত গন্তব্যে। কিন্তু সেটাই এখন সহজ থেকে সহজতর হতে চলেছে। কারণ 2022- 23 বাজেটে কেন্দ্রীয় সরকার সেটাই উল্লেখ করেছে। এবার সেবক সিকিম যুক্ত হতে চলেছে নতুন রেলপথে। আজ্ঞে হ্যাঁ এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের।

Sivok-Rangpo railway line project to be completed by December 2022 - Rail  Analysis India

চীনের সীমান্ত নাথুলা অবধি এই রেলপথ অগ্রসর হবে। যার ফলে পর্যটন শিল্পের দিক থেকে যেমন উন্নতি ঘটবে তেমনভাবেই সীমান্তে নজরদারি চালানো যাবে সহজেই। উত্তর-পূর্ব সীমান্ত রেল ওয়ের তরফ থেকে জানানো হয়েছে, আগামী আগস্ট মাসের মধ্যেই প্রথম পর্যায়ের পর্যবেক্ষণ করা হবে।

আরো পড়ুন: “পালকি তে বউ চলে যায়”, সেই গান আজও ব্যা’প’ক জনপ্রিয়, পিছনে আ’ছে অজানা কাহিনী

তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই শিলান্যাস ঘটেছিল 2009 সালের 30 অক্টোবর। দীর্ঘ কয়েক বছর থেকে বন্ধ হয়ে রয়েছে এই প্রকল্পটি, তবে এবার সেই প্রকল্পে হাত দিতে চলেছে ভারতীয় রেল। জানা যাচ্ছে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই সেবক থেকে রংপো পর্যন্ত রেল লাইন বসানোর কাজ শেষ করা হবে।

IRCON invites bids for Construction of Melli Yard works of Sivok - Rangpo  New BG Railway Line Project - Rail Analysis India

নতুন বাজেটে এই প্রকল্প নিয়ে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। তবে 2021-22 বাজেট অনুযায়ী, এর জন্য বরাদ্দ করা হয়েছিল আড়াই হাজার কোটি টাকা, কিন্তু এখনও তার কাজ হয়েছে মাত্র 29%।

আরো পড়ুন: যাদবপুরের ডন আমার বাবা, দিদি নম্বর-১-এ এসে গ’র্ব ক’রে বললেন সায়নী ঘোষ

ভারত-চীন সীমান্ত ঝামেলার কারণে, আগামী দিনে আরো বেশি প্রস্তুত থাকতে চায় ভারত। সেই কারণেই চীন সীমান্তে আরো বেশী নিরাপত্তা বৃদ্ধি করতে চায় কেন্দ্র। কোনভাবেই কোন ধরনের ত্রুটি রাখতে চায়না কেন্দ্রীয় সরকার। এই নিয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্তা বলেন, আপাতত সেবক থেকে রংপো পর্যন্ত লাইন বসানোর কাজ শীঘ্রই শেষ করা হবে, তারপর এই ধাপে ধাপে নাথুলা সীমান্ত পর্যন্ত রেললাইন অগ্রসর করা হবে। যার জন্য প্রথমেই সমীক্ষার কাজ শেষ করা হবে শীঘ্রই।