সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার ত্রিপুরেশ্বরী মন্দির দর্শন করুন হেলিকপ্টারে, বড় উ’দ্যো’গ কেন্দ্রের

কেন্দ্রীয় অসামরিক বাহিনীর তরফ থেকে এক সুখবর ত্রিপুরার জন্য, কারণ এবার উড়ান যোগাযোগ বৃদ্ধি করার জন্য ত্রিপুরায় তৈরী হচ্ছে ৮ টি হেলিপোর্ট। আর সেই আক্রণেই ত্রিপুরার সাথে যোগাযোগের ব্যবস্থা আরও বেশী সহজ হবে বলেই মনে করা হচ্ছে। উত্তর পূর্বের এই রাজ্যে তৈরী হবে একটি বিমানবন্দরও।

ইতিমধ্যেই ত্রিপুরা সরকারের তরফ থেকে জানানো হয়েছে গোমতী জেলার মাতাবাড়ি, অমরপুর, নারিকেলকুঞ্জ ও ধলাই জেলা সহ আরও বিভিন্ন জেলায় হেলিপোর্ট তৈরী করা হবে। তাছাড়া ত্রিপুরার মাতাবাড়িতে আছে ত্রিপুরাসুন্দরী মন্দির, আর পাহাড়ের মধ্যে অবস্থিত জাম্পুই কিন্তু সেই রাজ্যের একটি অন্যতম পর্যটন কেন্দ্র।

সেখানেই এবার হেলিপোর্ট তৈরী করা হবে বলে জানানো হয়েছে। ত্রিপুরার প্রশাসন সূত্রে খবর, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে। উড়ান ৫.১ এই প্রকল্পের অন্তর্গত হেলিপোর্ট গুলো তৈরী করা হবে, জানা যাচ্ছে আগামী ১৫ তারিখ থেকে নাকি এই উড়ান পরিষেবা শুরু করা হবে।

আরো খবর: IPL-র মাঠেই ডেটিং রাঘব-পরিণীতির, স্টেডিয়ামে দেখেই “ভাবি” বলে চিৎকার সকলের

তবে খুশির খবর এখানেই শেষ নয় কারণ কেন্দ্রীয় সামরিক বিমান মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগরতলায় এবার হতে চলেছে আন্তর্জাতিক মানের বিমান বন্দর।

আগামী মাস থেকেই আগরতলা থেকে চট্টগ্রাম পর্যন্ত চলাচল শুরু হবে বলে জানা গেছে। জানা গেছে এই রুটে বিমান চালাবে স্পাইসজেট। এখন সমস্ত কিছু ঠিক থাকলেই এই চলাচল আগামী জুন মাস থেকেই শুরু হয়ে যাবে।