সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাবা-মা বকা দেবে বলে ভ’য়ে অ’প’হ’রণে’র গল্প বালকের, গোটা ঘ’ট’না’য় ব্যা’প’ক আলোড়ন

মাধাখালি সংলগ্ন আঙ্গারবেড়িয়া গ্রামের এক বালক গত বুধবার মাধাখালি বাজারে সাইকেল সারাতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। রাত পর্যন্ত খুঁজে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন তার বাবা। আর বৃহস্পতিবার ওই বালককে পরিবারের সদস্যদের হাতে তুলে দেয় পুলিশ।

পুলিশের সঙ্গে বালকের কথোপকথনের যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে বালক দাবি করেছে, মাধাখালি বাজারে সাইকেলটি রেখে বল কেনার জন্য সে রাস্তা পেরচ্ছিল।

তখন একটি মারুতি গাড়ি তার কাছে এসে দাঁড়ায়। আর তাকে জোর করে তুলে নেয়। তাদের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল। তার চোখ–মুখও কালো কাপড় দিয়ে এবং হাতও বেঁধে দেওয়া হয়।

আরো পড়ুন: ফে’র মহার্ঘ্য পেট্রোল ও ডিজেল, জানুন রবিবার কত দা’ম বা’ড়’লো জ্বালানির

যবে পুলিশ জানিয়েছে, এই ঘটনা সত্য নয়। কারণ সত্যিই অপহরণ হলে আশপাশের লোকজন দেখতে পেত, কিংবা ওই বালক চিৎকার করত। দুটোর কোনওটাই ঘটেনি।

ওই বালক মাধাখালিতে সাইকেল সারাতে এসে খেজুরির কৃষ্ণনগর এলাকায় শ্মশানকালী পুজো উপলক্ষ্যে মেলা দেখতে চলে গিয়েছিল। তারপর রাতে আর কোনও কারণে বাড়ি ফিরতে পারেনি।

রাতে বাড়ি না ফেরায় বাবা–মায়ের মারধর ও বকুনির হাত থেকে রক্ষা পেতে সে এমন গল্প ফেঁদেছে। তবে এই ঘটনার তদন্ত চলছে। স্থানীয় দোকানদারদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অপহরণের কোনও সত্যতা পাওয়া যায়নি।