সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগামী বছর কবে থেকে শুরু হ’বে মাধ্যমিক পরীক্ষা, দেখে নিন রুটিন

প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ছাত্র-ছাত্রীদের জীবনের সবচেয়ে বড় বোর্ডের পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষা। সকাল থেকেই টিভির পর্দা এবং খবরের কাগজে নজর ছিল ছেলেমেয়েদের। মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমান জেলার মেয়ে।

আর এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই আগামী বছরের মাধ্যমিকের ঘন্টা বেজে গিয়েছে। সামনের বছর অনেকটাই এগিয়ে আসছে মাধ্যমিক পরীক্ষা।

তার পিছনে কারণ হিসেবে রয়েছে লোকসভা ভোট লোকসভা ভোটের কারণে মাধ্যমিক পরীক্ষা অনেক আগেভাগেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

২০২৪ সালের লোকসভা ভোট রয়েছে আর তার জন্যই মাধ্যমিক পরীক্ষা অনেকটাই এগিয়ে আনা হচ্ছে। ফেব্রুয়ারিতেই হবে মাধ্যমিক পরীক্ষা। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে ২ রা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মাধ্যমিক। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

পর্ষদ সভাপতি জানিয়েছেন পরীক্ষা এগিয়ে আনার মূল কারণ লোকসভা নির্বাচন এছাড়াও আরো নানান রকম কারণ রয়েছে সেগুলি এখন প্রকাশ করা সম্ভব নয়। রুটিন প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে তাতে দেখা গিয়েছে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষায় এগিয়ে আনা হয়েছে প্রায় ২১ দিন।

প্রথম দিন রয়েছে প্রথম ভাষার পরীক্ষা এর পরই শনিবার দ্বিতীয় ভাষার পরীক্ষা। সোমবার রয়েছে ইতিহাস মঙ্গলবার ভূগোল। রয়েছে একদিন ছুটি বুধবার সেই ছুটি খাওয়ার পর আবার বৃহস্পতিবার যেতে হবে পরীক্ষা কেন্দ্রে।

আর বৃহস্পতিবার রয়েছে অংক পরীক্ষা শুক্রবার জীবন বিজ্ঞান এবং শনিবার রয়েছে ভৌতবিজ্ঞান। তারপর একদিন রবিবার ছুটি সোমবার রয়েছে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। তারপর আবার ২০২৪ সালের মাধ্যমিকের ফলাফলের দিকে তাকিয়ে থাকবেন আগামী বছরের পরীক্ষার্থীরা।