সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্যবসার জন্য লো’ন নিতে নিজেই হা’জি’র হলো রোবট! দেশ’জু’ড়ে ভাইরাল ভিডিও

প্রত্যেকটি মানুষই বিশেষ কোনো দরকারেই ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসার কাজে লাগানোর জন্য এই ঋণ নেওয়া হয় এবং ব্যাংক ঋণ সম্পর্কিত কাগজপত্র সব সময় দেওয়া হয় সংস্থার আধিকারিকদের হাতে, কিন্তু এক্ষেত্রে ঘটেছে কিছু অন্যরকম কারণ ঋণের কাগজপত্র তুলে দেওয়া হয়েছে একটি রোবটের হাতে।

আসিমভ রোবটিক্স প্রাইভেট লিমিটেড ঋণ সংক্রান্ত কাগজপত্র নিয়ে আসার জন্য ব্যাংকে পাঠান তাদের উন্নত একটি রোবট সায়াবোটকে। কেরালার ফেডারেল ব্যাংকের কোচিং শাখার সিনিয়র ব্যাংক আধিকারিকদের কাছ থেকেই সায়াবোট সেই ঋণের কাগজপত্র নেয়।

ব্যাংকের আধিকারিকদের তরফ থেকে যখন এই ঋণের কাগজপত্র রোবটের হাতে তুলে দেওয়া হচ্ছিল, সেই সময় সেখানে উপস্থিত ছিলেন ফেডারেল ব্যাংকের এমডি এবং সিইও শ্যাম শ্রীনিবাস এছাড়াও ছিলেন এরনাকুলাম জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং জোনাল হেড কুরিয়াকোস কনিল এবং চিফ মার্কেটিং অফিসার এমভিএস মূর্তি।

আরো পড়ুন: মুকেশ আম্বানির রাঁধুনির বেতন বি’ভি’ন্ন কর্পোরেট সংস্থার কর্মীদের থেকেও অনেক বে’শি

ঋণ নেওটা রোবটের কাছে ছিল বিশেষ উপলক্ষে, সেইজন্যে ঋণ পাওয়ার পর অবশেষে ব্যাংক কর্মকর্তাদের ধন্যবাদ জানাতে ও ভুলল না সেই রোবট সায়াবোট।