সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বালাসন নদী’র উ’প’র হি’উ’ম পা’ই’প দি’য়ে তৈ’রি অ’স্থা’য়ী সেতু

বালাসন নদীর উপর হিউম পাইপ দিয়ে তৈরি অস্তায়ী সেতু

রবিবার রাত থেকে টানা বৃষ্টিতে ভেঙ গেল বালাসন নদীর উপর হিউম পাইপ দিয়ে তৈরি অস্তায়ী সেতু। এর ফলে অস্থায়ী সেতু দিয়ে বন্ধ হয়ে যায় যানচলাচল।

গত দুদিন আগে প্রবল বৃষ্টির কারণে বালাসন নদীর জলস্তর বেড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল বালাসনে উপর তৈরি ডাইভারশনের একাংশ। এর পরেই দ্রুত সংস্কার করা হয়।

এবং রবিবার রাতে প্রবল বর্ষনে হিউম পাইপের উপর তৈরি পুরো সেতুটিই ভেঙ্গে যায়। অপরদিকে এদিন সকাল থেকেই বালাসন সেতুর উপর গাড়ির লম্বা লাইন পড়ে যায়।