সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ধ’র্ষ’ণে’র দা’য়ে অ’ভি’যু’ক্ত ছা’ত্রে’র জা’মি’ন ম’ঞ্জু’র ক’র’লো গুয়াহাটি হাইকোর্ট

ধ'র্ষ'ণে'র দা'য়ে অ'ভি'যু'ক্ত ছা'ত্রে'র জা'মি'ন ম'ঞ্জু'র ক'র'লো গুয়াহাটি হাইকোর্ট

সারা ভারত জুড়ে মোদি জমানায় মহিলাদের নিরাপত্তা কোথায়! এই নিয়ে উঠেছে একাধিকবার প্রশ্ন। প্রতি দিন খবরের কাগজের পাতায় একটা না একটা থাকবেই ধর্ষণের খবর। দেশের কাছে এই বিষয়টি যেন জলভাত হয়ে উঠেছে। ধর্ষণের দায়ে এবার অভিযুক্ত গুয়াহাটি আইআইটির এক ছাত্র। গত ২৮ মার্চে এই ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ছড়ায়।

সূত্রের খবর, এক সহপাঠিনীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ওই ছাত্র। তবে সোমবার এই মামলায় গুয়াহাটি হাইকোর্ট অভিযুক্ত ওই ছাত্রের জামিন মঞ্জুর করল। গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি অজিত বড়ঠাকুর অভিযুক্তর জামিন মঞ্জুর করেছেন। ৩০ হাজার টাকার বন্ডে এই জামিন মঞ্জুর করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত এবং আক্রান্ত ছাত্রী দুজনের বয়স ১৯ থেকে ২১ এর ভিতর।গত মার্চের শেষে গুয়াহাটি আইআইটির ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠে। এরপর ৩ এপ্রিল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এদিন গুয়াহাটি হাইকোর্ট অভিযুক্তের জামিন মঞ্জুর করলেও কটাক্ষ করেছে, এরাই এখন ‘রাজ্যের ভবিষ্যতের সম্পদ।’ ধর্ষণের এই মামলার তদন্ত শেষ হয়েছে বলে এদিন গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি মন্তব্য করেছেন।

আইআইটির মতো নামী শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠা যে অতি লজ্জাজনক একটি ঘটনা সেকথা বলার অপেক্ষা রাখে না। গত ১৩ আগস্ট আদালতের এহেন রায়ে জানানো হয়েছে যে আক্রান্ত ছাত্রী এবং ধর্ষণের দায়ে অভিযুক্ত ছাত্র দুজনেই ভিন্ন রাজ্যের বাসিন্দা। দুজনেরই বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে। জানা গিয়েছে, ধর্ষণের দায়ে অভিযুক্ত ছাত্র গুয়াহাটি আইআইটিতে বি টেক পড়তেন। অভিযুক্ত ওই ছাত্রের নাম উৎসব কুসুম।

তবে এদিন আদালতে জামিনের আবেদনের বিরোধিতা করেছেন আক্রান্ত ছাত্রীর আইনজীবী সুমিত্রা শর্মা। এদিন গুয়াহাটি হাইকোর্ট জামিন মঞ্জুর করে জানিয়েছে, সবদিক খতিয়ে দেখে তবেই মঞ্জুর করা হয়েছে জামিন।