সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মহাকাশে সা’পে’র মতো বি’শা’ল প্রাণীর দেখেছেন তিনি! আমেরিকার মহাকাশচারীর ম’ন্ত’ব্য ঘিরে শো’র’গো’ল

আমেরিকা বিশ্বাস করে মহাকাশে রয়েছে এলিয়েন। যেকোনো সময় তারা নেমে আসতে পারে। সম্প্রতি একটি সমীক্ষায় জানানো হয়েছে বছরের পর বছর ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউএফও দেখতে পাওয়া যায় এমনটাই দাবি করেছেন আমেরিকানরা। তারা জোরালো দাবি তুলেছেন ভিনগ্রহী এবং তাদের কয়েকটি যানবাহন রয়েছে। এ নিয়ে তৈরি হয়েছে নানান তর্ক বিতর্ক।

বিশেষজ্ঞরা যদিও জানিয়েছেন এই সংক্রান্ত কোনো প্রমাণ এখনো হাতে আসেনি। তবে এবার আমেরিকার এক মহাকাশচারী বিস্ফোরক দাবি তুললেন। তার নাম ফ্রাঙ্কলিন স্টোরি মাসগ্রেভ। তিনি বলেন দুইটি মহাকাশ মিশনে থাকাকালীন ৮ ফুট লম্বা একটি সাপের মতো প্রাণী দেখতে পেয়েছি।

তবে কারা এরা তার উত্তর আমি জানিনা। তিনি এটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন যত উচ্চতায় পড়ে যাবে ততই নানান রকম অদ্ভুত জিনিসের সম্মুখীন হওয়া যাবে। পৃথিবীর বাইরে অনেক প্রাণি রয়েছে। আকাশে দেখা ওই সাপ কেমন ছিল? মাসগ্রেভ জানান, রবারের মতো দেখতে ছিল ওই সাপ।

আরো খবর: জেলব’ন্দি হলেন উর্ফি! দেশবাসীর উ’দ্দে’শ্যে বা’র্তা ড্রামা কুইনের

সেই সাপের তিনি ছবিও তুলে নিয়েছেন। পৃথিবীর বাইরে কোন এককোষী প্রাণী রয়েছে। সেই প্রাণীর মধ্যে একটি হলো ওই রবারের সাপ। লক্ষ বছর ধরে এরা পৃথিবীর বাইরের অবস্থান করছে বলে তিনি দাবি করেন। কিন্তু মাসগ্রেভের কথা কখনো হেসে উড়িয়ে দেবেন না। তিনি একজন চিকিৎসক।

একাধারে তিনি একজন মহাকাশচারী এবং শারীরতত্ববিদ। পদার্থবিদ্যায় তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ছয়বার তিনি মহাকাশ অভিযানে গিয়েছেন। এখানে দুইবার তিনি এই ধরনের অদ্ভুত ঘটনার সম্মুখীন হন।তার এই দাবির পর স্বাভাবিকভাবেই ভিনগ্রহের প্রাণীদের নিয়ে উত্তেজনা বেড়ে যায়।