সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দুধের দা’ম ৭৯০ টা’কা, প্রতি কেজি চালের দা’ম ৫০০ টা’কা! শ্রীলঙ্কা থেকে দ’লে দ’লে ঢুকছেন ভারতে

এবার খুব শীঘ্রই শ্রীলংকার শরণার্থীরা ভারতে আসতে চলেছে এমনই ইন্টেলিজেন্স সূত্রে খবর পাওয়া যাচ্ছে। যেখানে রয়েছে প্রায় ২০০০ শ্রীলংকান, যার মধ্যে মঙ্গলবার দুটি দল ভারতের এসে পৌঁছেছে তাদের বাঁচায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।

এর আগেও ১৬ জন শ্রীলংকান ভারতে ঢুকেছে, ৬ জনের একটি দল রামেশ্বরের তটেও এসে উপস্থিত হয় এদিন, তাদেরও বাঁচায় উপকূল রক্ষী বাহিনীর দল।

তাদের নৌকা ঘড়ি চরমোনাই এর থেকে প্রায় অনেকটা দূরে ফোর্থ আইল্যান্ডে ফেঁসে গিয়েছিল, যা শ্রীলংকান উত্তর জাফনা যা মন্নার ক্ষেত্র থেকে আসছে বলে জানা গেছে।

আরো পড়ুন: ফের গু’লি’বি’দ্ধ তৃণমূল নেতা, এবার নদীয়া

এদিন মঙ্গলবার আরেকটি দল যাতে তিনটি বাচ্চাও রয়েছে তাদেরও বাঁচায় সেখানকার তট রক্ষকরাই। এমনকি গভীর রাতে ১০ জনের দ্বিতীয় দলও ভারতের তটভূমিতে এসে পৌঁছায়।

তবে এর পেছনে একটি প্রশ্নই উঠছে, কেন এত মানুষ হঠাৎ ভারতে শরণার্থী হতে আসছে? কারণ হিসেবে জানা যায় শ্রীলঙ্কায় যেভাবে বেকারত্ব ও খাদ্যের গভীর সংকট দেখা দিচ্ছে তাতে শ্রীলঙ্কান শরণার্থীরা ভারতে ভিড় জমাতে শুরু করছে।

ইতিমধ্যেই তামিলনাড়ু ইন্টেলিজেন্সের মত অনুযায়ী এটা সবেমাত্র সূচনা, এরপর ওখান থেকে অনেক মানুষই এখানে আসবেন ভারতের শরণার্থী হতে। তার কারণ হিসাবে শ্রীলংকা থেকে আসা শরণার্থীরা যা জানিয়েছেন তা হল; ৪০০ গ্রাম দুধের দাম দাঁড়িয়েছে ৭৯০ টাকা।

চাল যা মানুষের সাধারণ খাদ্য, যা খেয়ে মানুষ বেঁচে থাকে তার দাম কেজিপ্রতি ৫০০ টাকা। এক কিলো চিনির দাম দাঁড়িয়েছে ২৯০ টাকা; যা মানুষের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

আরো পড়ুন: তাপপ্রবাহ নিয়ে চরম স’ত’র্ক’তা জা’রি মৌসম ভবনের, বাংলার কি অবস্থা হবে জানুন

তবে এই রকমই পরিস্থিতি এর আগেও,১৯৮৯ সালে গৃহযুদ্ধের সময় হয়েছিল যে সময় মানুষ পালাতে বাধ্য হয়েছিল, এবারেও একই পরিস্থিতি।

বর্তমানে শ্রীলংকার বিদেশি মুদ্রা ভান্ডার শূন্য বলা চলে, যে কারণে তাদের জরুরি সামগ্রী বাইরে থেকে আনার জন্য উপযুক্ত অর্থও নেই।

যদিও এ বিষয়ে থেকে চীন সরে দাঁড়িয়েছে; ভারত ১ আরব ডলার ক্রেডিট ফেসিলিটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এছাড়াও তারা ৬ আরব ডলার ধার নিয়েছে। তবে এই সমস্ত কিছু পরিস্থিতি কোনভাবেই এই অর্থনৈতিক সঙ্কটকে সামলাতে ব্যর্থ হচ্ছে।