সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তাপপ্রবাহ নিয়ে চরম স’ত’র্ক’তা জা’রি মৌসম ভবনের, বাংলার কি অবস্থা হবে জানুন

বসন্ত মানেই সিংহ বাতাস, হালকা ঠাণ্ডা গরমের মিশেল। এক কথায় সুন্দর রোমান্টিক একটা পরিবেশ, কিন্তু কোথায় কি? বৈশাখ মাস আসতে না আসতেই মানুষের নাজেহাল দশা। ইতিমধ্যে মৌসম ভবন থেকে বলা হয়েছে, আগামী কয়েকদিন তাপ প্রবাহ চলবে একাধিক রাজ্যে।

এই গরমের মধ্যে দেশ বাসীর ঘামে ভিজে একাকার। আগামীতে বৃষ্টির সম্ভাবনাও আছে বলে জানানো হয়েছে। যদি পাহাড়ের কথা বলা হয়, তাহলে ২৩-২৪ মার্চ হালকা মাঝারী বৃষ্টির সম্ভাবনা আছে কাশ্মীর, লাদাখ, হিমাচল্প্রদেশ সহ আরও বিভিন্ন জায়গায়।

যদি নির্দিষ্ট দিনের হিসেব করা যায় তাহলে আগামী মার্চ মাসটি খুবই ঝড় ঝঞ্ঝার মধ্যেই কাটবে বলে মনে হচ্ছে। ২৬, ২৭ মার্চ গুজরাতে তাপ প্রবাহের সম্ভাবনা, এদিকে উত্তরাখণ্ডে তুষারঝড়।

এদিকে আবার বজ্রবিদ্যুত সহ হালকা মাঝারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোয়া, দক্ষিণ-মধ্য মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ-সিকিমের উত্তরে, অসম-মেঘালয়, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অংশে, রায়ালসীমা, কর্ণাটকের দক্ষিণ উপকূলে, তামিলনাড়ু, পুদুচেরী, করাইকাল, কেরল এবং মাহেতে।

আরো পড়ুন: কাশ্মীর সমস্যার জন্য দা’য়ী প্রথম প্রধানমন্ত্রী, রাজ্যসভায় বললেন নির্মলা সীতারমণ

আগামী ২৫ মার্চে অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এদিকে যদি কলকাতার কথা বলা যায় তাহলে আগামী ২-৩ দিনের মধ্যে তাপমাত্রা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে ১-২ ডিগ্রী করে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। তবে আপাতত নেই কোনো বৃষ্টির সম্ভাবনা।

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ছুই ছুই করছে। এর কারণে ভ্যাপসা গরম, সাথে আপেক্ষিক আর্দ্রতা। এখন ভোরের দিকে কিছুটা শীত উপভোগ হলেও বেলা বাড়ার সাথে সাথে উধাও সব, প্রচন্ড গরমে ঝলসে যাওয়ার জোগাড়। তবে আপাতত ৪-৫ দিনের মধ্যে রাজ্যে নেই কোনো বৃষ্টির সম্ভাবনা।