সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই প্রথমবার, রাতে জম্মু শহরে মোতায়েন ক’রা হ’চ্ছে মহিলা পুলিশ বাহিনী

বর্তমানে দেশের মহিলারা পুরুষদের সাথে কাধে কাধ মিলিয়ে এগিয়ে চলছে। কিছুদিন আগে রাজস্থানে টহলদারির কাজে মহিলাদের নিযুক্ত করা হয়। এমনকি ভারতের ফাইটার প্লেন ও চালাচ্ছে মহিলারা। এবার থেকে জম্মু-কাশ্মীরে রাতের বেলা নিরাপত্তা রক্ষী হিসেবে নিয়োগ করা হল মহিলাদের।

রাতের বেলা এলাকার সুরক্ষা নিশ্চিত করতে টহল দেবেন মহিলা পুলিশকর্মীরা। এমনকি জম্মু শহরের বিভিন্ন চেক পয়েন্ট গুলিতেও থাকবেন মহিলা পুলিশ বাহিনী । নারী সুরক্ষা সহ, ড্রাগ পাচার রুখতেও তারা অগ্রণী ভূমিকা নেবেন।

ভারতীয় আইন অনুযায়ী পুরুষ পুলিশরা মহিদের জেরা বা তল্লাশি করতে পারেন না। এটিকেই হাতিয়ার করে এতদিন মহিলাদের মাধ্যমে অবৈধ ভাবে ড্রাগ পাচার করা হত। কিন্তু এখন থেকে সেই পথও বন্ধ হয়ে গেল।

আরো খবর: আজ বুদ্ধ পূর্ণিমার পাশাপাশি চন্দ্রগ্রহণ, জানুন দিনটি কেমন কা’ট’বে, রইলো রাশিফল (05.05.2023)

কাশ্মীর পুলিশের শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন রাতে টহল দিতে অন্তত ৬০ জন মহিলা পুলিশকর্মীকে নিয়োগ করা হয়েছে।পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মহিলারা।

অন্যদিকে, রাতে টহলদারি করতে নিয়োগ করা অনিতা নামে এক পুলিশকর্মী জানিয়েছেন, “মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতেই আমাদের বিভিন্ন চেকপয়েন্ট দেখার দায়িত্ব দেওয়া হয়েছে।

আমরা সন্দেহভাজন মহিলাদের গতিবিধির উপরেও কড়া নজর রাখছি। পুরুষরা যেহেতু মহিলাদের তল্লাশি করতে পারেন না, তাই আমাদের অনেকটা দায়িত্ব রয়েছে।”