সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন চাদর-বালিশ-কম্বল-তোয়ালে কে’না হলো, রেল খরচ করলো কোটি কোটি টা’কা

ভারতীয় রেলের এবার কম্বল, চাদর , বালিশ কিনতেই কোটি কোটি টাকা খরচ। কোটি কোটি খরচ হলেও কিনতে হচ্ছে তাদের বাধ্য হয়েই। অবশ্য ভারতীয় রেলের তরফ থেকে এসি কামড়ায় চাদর, কম্বল ,বালিশ দেওয়াটা বাধ্যতামূলক।

রেলের এই যাত্রী সজ্জার পেছনে কোটি কোটি টাকা খরচ, পূর্ব রেলের এই অবস্হা , কিছুই করার নেই কিনতে হচ্ছে তবুও। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে আগামী মাসের ৯ তারিখ থেকেই ট্রেনে চাদর,বালিশ, কম্বল দেওয়া শুরু হয়ে যাবে।

অবশ্যই সেসব দূরপাল্লার এসি ট্রেনের জন্যই প্রযোজ্য। ইতিমধ্যেই যে চাদর কেনা হয়েছে তার সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার এদিকে চাদরের যদি ভাগাভাগি করা হয়, তাহলে দেখা যাবে বিভিন্ন ক্লাসের জন্য বিভিন্ন সংখ্যায় চাদর কেনা হয়েছে।

আরো পড়ুন: হিটস্ট্রোক হ’লে কি করা উচিত? তী’ব্র গরমে কিভাবে নিজেকে সু’স্থ থাকবেন?

প্রথম শ্রেণির জন্যে কেনা হল ৫৫৯৯২’টি। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর এসি কামরায় যারা যাতায়াত করেন তাদের ব্যবহারের জন্যে কেনা হল প্রায় ৭৮ হাজার চাদর।

এবার আসা যাক বালিশের হিসেবে, বালিশ কেনা হয়েছে ৩৬৩০০ টি। এখানেই কি শেষ? তার সাথে আরো খরচ রেলের কভার কেনা হয়েছে ৭৭৮৬৮টি।

কম্বল কেনা হয়েছে ৩৪০০০ টি। তোয়ালে কেনা হয়েছে ২৪০০ টি৷ সব মিলিয়ে হাজার, হাজার শয্যা সামগ্রী কিনতে গিয়ে, কোটি কোটি টাকা খরচ হল রেলের।