সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

খোঁ’জ মি’ল’ল ‘মানিকে মাগে হিঠে’ গান’টির গা’য়ি’কা’র! গা’নের প্র’শং’সা ক’র’লে’ন স্ব’য়ং বিগ বি

খোঁজ মিলল 'মানিকে মাগে হিঠে' গানটির গায়িকার! গানের প্রশংসা করলেন স্বয়ং বিগ বি

ভাষা যেমনই হোক না কেন সুরের মূর্ছনায় যদি আপনি মুগ্ধ হয়ে যেতে পারেন তাহলে সেই সংগীত সার্থক। ঠিক এই কথাটি একেবারে অক্ষরে অক্ষরে সত্যি হয়েছে মানিকে মাগে হিঠে গানটির ক্ষেত্রে। গানের অর্থ বুঝতে না পারলেও সুরের মূর্ছনায় মুগ্ধ হয়েছেন সকলেই। শুধুমাত্র বাংলা নয়, বাংলার বাইরে এই গানের প্রেমে পাগল হয়ে গেছেন। সবথেকে বেশি নজর কেড়েছে মহিলা শিল্পী। গানটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর সকলেই প্রশ্ন করেছিলেন এই গানটি কোন ভাষার গান। পাশাপাশি প্রশ্ন উঠেছিল যে মহিলা শিল্পী কে দেখতে পাওয়া যাচ্ছে গানটি করতে তিনি আসলে কে?

বেশ কিছুদিন খোঁজাখুঁজির পর জানতে পারা গেছে ওই রহস্যময় নারী আসলে শ্রীলংকার জনপ্রিয় গায়িকা ইয়োহানি ডে’ সিলভা। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ‘মানিকে মাগে হিঠে’ গানটি শ্রীলঙ্কার গান। সে দেশের অন্যতম শিল্পী সাথীসান রথনায়কে এবং ইয়োহানির ডুও সেটি।

এই মহিলা সংগীতশিল্পী ক্যারিয়ারের শুরুটা হয়েছিল একজন ইউটিউবার হিসেবে। তারপর একে একে কেরিয়ারের মাইলস্টোন স্পর্শ করতে পেরেছেন তিনি। একাধারে তিনি একজন গায়িকা, সঙ্গীত প্রযোজক, লিরিসিস্ট এবং ব্যবসায়ী। শুধু তাই নয় তিনি একজন বিখ্যাত ব্যাপার হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। বর্তমানে তাকে প্রিন্সেস বলে ডাকা হয় শ্রীলঙ্কাতে।

নিজের রাফ অ্যান্ড টাফ অবতারের জন্য অনেক ভক্তের মন জয় করে নিয়েছেন তিনি। পপ হিতসনকে অন্যভাবে পরিবেশনের জন্য একাধিক পুরস্কার পেয়েছেন এই মহিলা শিল্পী। পেটাহ ইফেক্ট নামে রেকর্ড লেভেল তাকে প্রথম কাজের সুযোগ করে দিয়েছিল। এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শ্রীলংকার পাশাপাশি ভারতীয় বিশাল মাপের সাফল্য পেয়েছেন এই মহিলা শিল্পী। কিন্তু শ্রীলংকার সীমা পেরিয়ে তিনি বলিউডে প্রবেশ করবেন? সেই উত্তর পাওয়া যায়নি এখনো।

প্রসঙ্গত, বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের নাতনি নভেলি নন্দা বিগ-বির কালিয়া ছবির একটি গানের সঙ্গে এই গানের এটি মেডলি বানিয়েছেন, যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দাদু অমিতাভ। সঙ্গে শ্রীলংকার এই গানটির প্রশংসা করেন তিনি। স্বয়ং বলিউডের শাহেনশাহ মুখে এই গানটির প্রশংসা নিঃসন্দেহে শ্রীলংকার এই মহিলা শিল্পীর ভবিষ্যৎ আরও উজ্জ্বল করে দিল তা বলাই বাহুল্য।