সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রান্নাঘরকে বি’দা’য় জা’না’চ্ছে এই জনপ্রিয় টিফিন বক্স, ব্যবসা গুটিয়ে নি’চ্ছে এই সংস্থা

টাপারওয়ারের টিফিন বক্সের সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের ইমোশন। কিন্তু এই সংস্থা আর তাদের ব্যবসা চালিয়ে যেতে পারবে না তাই এবার এই টিফিন বক্স ইতিহাসের পাতায় জায়গা করে নিতে চলেছে। বাজারে তাদের ঋণের পরিমাণ বেড়ে গিয়েছে। তাই এই মার্কিন কোম্পানি তাদের ব্যবসা বন্ধের পথেই হাঁটছে। দীর্ঘদিন ধরে বিশেষ করে মধ্যবিত্তদের সুবিধার জন্য তারা টিফিন বক্স বানাচ্ছে।

শুধু টিফিন বক্স নয় বিভিন্ন কিচেন ওয়্যার বানিয়ে থাকে তারা। মূলত প্লাস্টিক জাতীয় দ্রব্য তৈরি করে থাকে তারা। এদিকে বর্তমানে প্লাস্টিক জাতীয় দ্রব্যের ব্যবহার কম করবার কথা বলছে বিজ্ঞানীরা। তবে মোটা প্লাস্টিকের এয়ারটাইট কন্টেইনার ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে।

বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত দেশগুলিতে যা প্রস্তুতকারক খাবার দিয়ে সাহায্য করবে। ১৯৪৬ সালের শুরুতে টাপার ওয়ার তাদের ব্যবসা শুরু করে। এই কোম্পানির জন্মদাতা আমেরিকা। সবেমাত্র শেষ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর তখন থেকেই তারা মানুষের রান্নাঘরে পৌঁছে গিয়েছে।

আরো খবর: বিশ্বের সবথেকে ছোট কুকুর এটি, রিমোটের থেকেও আ’কা’রে ছোট! গিনেজ বু’কে উ’ঠ’লো নাম

অন্যান্য ব্র্যান্ডের তুলনায় তারা হয়ে উঠেছিল আইকনিক। বর্তমানে ১০০ টি দেশে ছড়িয়ে পড়েছে তাদের ব্যবসা। তবে বর্তমানে প্রতিযোগীদের আবির্ভাবে তাদের ব্যবসা অনেকটাই পতন ঘটেছে। যখন এই কোম্পানি বাজারে এসেছিল তখন ওই সেগমেন্টের আর কোনো কোম্পানি ছিল না।

কিন্তু বর্তমানে প্রতিযোগিতার বাজারে অন্যান্য কোম্পানির সঙ্গে আর পেরে উঠছে না তারা। এই কোম্পানির বিকল্প অন্যান্য কোম্পানিগুলি বাজারে এসে যাওয়ায় প্রতিযোগিতার বাজারে আর নিজেদের টিকিয়ে রাখতে পারছে না তারা।