সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রশিক্ষণের সময় আমেঠিতে ভে’ঙে প’ড়’লো বিমান

জুন মাসের প্রথম দিকেই ক্রাশ ল্যান্ড করার সময় একটি প্রশিক্ষণ বিমান ওড়িশাতে ভেঙে পড়ে। ওই দুর্ঘটনা নাকে ও মুখে গুরুতর চোট পান পাইলট।  এই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রশিক্ষণের সময় আমেঠির কাছে ভেঙে পড়ল একটি হালকা বিমান।

তবে বিমান চালক, অল্পের জন্য রক্ষা পেয়েছেন।আমেঠি-রায়বেরিলি সীমান্ত মহম্মদপুর চুরাই গ্রামের কাছে বিমানটি ভেঙে পড়ে এদিন। ওই হালকা বিমানটি জরুরীকালীন অবতরণের সময় ভেঙে পড়ে।

সংবাদমাধ্যমে যে সংস্থার অধীন প্রশিক্ষণ চলছিল সেই ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান অ্যাকাডেমির মিডিয়া ইনচার্জ আর কে দ্বিবেদী জানিয়েছেন, এমার্জেন্সি ল্যান্ডিংয়ের সময়ে বিমানটি ভেঙে পড়ে।

আরো পড়ুন: ধোনি প্রতিদিন ৫০০ লিটার দুধ বি’ক্রি করেন! জানুন লিটার প্র’তি দুধের দা’ম

তবে নিরাপদ রয়েছেন পাইলট অভয় প্যাটেল। আপাতত তাকে উড়ান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আর কে দ্বিবেদী আরও জানান, ল্যান্ড করার সময় বিমানটির সামনের অংশ মাটিতে ধাক্কা খায়।