সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ধোনি প্রতিদিন ৫০০ লিটার দুধ বি’ক্রি করেন! জানুন লিটার প্র’তি দুধের দা’ম

মহেন্দ্র সিং ধোনি – ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তাঁর যেমন ভালো ব্যাটিং, তেমনই উইকেট কিপিং এবং রোলিং। ঠিক যেন মাখনের মতো! এককথায় তিনি ছিলেন একজন অলরাউন্ডার প্লেয়ার।

তাঁকে নিয়ে যাই বলা হোক না কেন সবটাই যেন ভীষণ কম হয়ে যায়। ভারতীয় ক্রিকেটে ধোনির অবদান অস্বীকার করার কোনো জায়গা নেই। আট থেকে আশি সকলেই ধোনির ফ্যান। তবে এখন আর তাঁকে খেলতে দেখা যায় না।

এই কারণে ধোনির অনেক গুণমুগ্ধ ক্রিকেট দেখাই ছেড়ে দিয়েছেন। তবে ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নেওয়ার পরেও ধোনিকে এখন খেলতে দেখা যায় আইপিএল-এ CSK-এর ম্যাচগুলিতে।

আরো পড়ুন: বিশ্বরে’ক’র্ড করলেন সুচেতা, ৭ ঘন্টায় ১২০ ভাষায় গান গে’য়ে গিনেজে না’ম তুললেন কেরালার ছাত্রী

ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর ধোনি এবার পা বাড়িয়েছেন তাঁর নতুন ব্যবসার দিকে। সম্প্রতি এক আলাদা রূপে তাঁর একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। কি জানতে ইচ্ছা করছে তো প্রাক্তন অধিনায়ক কি ব্যবসা শুরু করলেন!

সম্প্রতি বেশ কয়েক দিন ধরে ধোনির কৃষকের মতো চাষবাসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছিল। এছাড়া তিনি চাষাবাদের পাশাপাশি গরু পালন এবং ডেয়ারির ব্যবসা শুরু করেছেন।

জানা যাচ্ছে, ক্রিকেটে যেমন তিনি সাফল্য পেয়েছিলেন ঠিক একই ভাবে সফল হচ্ছেন চাষাবাদ এবং ডেয়ারির ব্যবসাতেও। তাঁর শ্যাম্বো ফার্ম হাউসে মোট ১৫০ টি আলাদা আলাদা জাতের গরু রয়েছে এবং সেখান থেকে প্রতি দিন ৫০০ লিটার দুধ বিক্রি করেন।

ধোনির ডেয়ারি ব্যবসার ম্যানেজার শিবানন্দ এ প্রসঙ্গে বলেছেন, তাদের ডেয়ারির দুধের মান এতটাই ভালো যে আজ তাঁরা রাঁচি র তিনটি বড় বড় ডেয়ারিতে ৫০০ লিটারেরও বেশি দুধ সরবরাহ করেন।

তিনি আরও জানিয়েছেন মোট তিন ধরণের দুধ তাদের কাছে রয়েছে। প্রথম প্রকার দুধের নাম হোসান ফ্রিজেন, দাম ৫৫ টাকা প্রতি লিটার। দ্বিতীয় প্রকার দুধের নাম সাহিওয়াল নসল, দাম ৯০ টাকা প্রতি লিটার।

আর তৃতীয় প্রকার হল গুজরাটের সবথেকে ভালো গীর নসল গরুর দুধ, দাম ১৩০ টাকা প্রতি লিটার। তাহলে এর থেকেই প্রমাণিত তো যে মহেন্দ্র সিং ধোনি শুধু একজন ভালো ক্রিকেটারই নন, তিনি একজন সফল ব্যবসায়ীও!