সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতের একমাত্র রেলস্টেশন, যে’খা’নে গার্ড থে’কে স্টেশন মাস্টার সব দা’য়ি’ত্ব সামলান মহিলারা

বর্তমান সময়ে নারীরা পুরুষদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই। বরং বলা ভালো পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন তারা। এমনকি অনেক ক্ষেত্রে পুরুষদের থেকেও উচ্চপদস্থ কর্মচারী হিসেবে কর্মক্ষেত্রে যোগ দেন এই নারীরা। আর সেহেতু নারীরা অনেক সময় ছেলেদের থেকে বেশি অর্থও উপার্জন করেন। বাড়ির কাজের পাশাপাশি তাল মিলিয়ে বাইরের কাজও সমান দক্ষতার সাথে সামলায় নারীশক্তি।

কিন্তু জানেন কি এমন এক জায়গা আছে যেখানে যেখানে সমস্ত দায়িত্ব মহিলাদের কাঁধে রয়েছে। আর সেই কর্মক্ষেত্র হল একটি রেলস্টেশন। ভাবছেন নিশ্চয়ই আমি কোনো বাইরের দেশের কথা হয়তো আপনাদের বলছি! কিন্তু না, ভারতের মধ্যেই রয়েছে এক অনন্য রেলস্টেশন, যেখানে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে স্টেশন মাস্টার সকল দায়িত্ব সামলায় মহিলারা।

গোটা ভারতবর্ষে মোট ৮৩৩৪ টি রেলওয়ে স্টেশন রয়েছে। আর এর মধ্যে শুধুমাত্র মাটুঙ্গা হল এমন একটি রেলস্টেশন, যেখানে সমস্ত কর্মীই মহিলা। ২০১৭ সাল থেকে এই রেলওয়ে স্টেশনটি মহিলাদের নিয়ন্ত্রণে রয়েছে। স্টেশনটিকে বলা হয় গোলাপি রেলওয়ে স্টেশন।

আরো পড়ুন: তরুণীর ঘাম ও চোখের জল হ’য়ে যা’চ্ছে Acid, জল গা’য়ে লাগলেই পু’ড়ে যা’চ্ছে শরীর

স্টেশনটির রংও গোলাপি, কারণ যেহেতু এটি একটি মহিলা চালিত রেলওয়ে স্টেশন আর অধিকাংশ নারীদের প্রিয় রঙ গোলাপী। সেন্ট্রাল রেলওয়ের অন্তর্বর্তী মাটুঙ্গা রেলওয়ে স্টেশনে জায়গাটি অবস্থিত। স্টেশনটির অনবদ্য বৈশিষ্ট্যের কারণে এই স্টেশনের নাম ইতিমধ্যে লিমকা বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে।

এই স্টেশনে মোট ৪১জন মহিলা কর্মচারী নিযুক্ত আছেন, যার মধ্যে ১৭ জন অপারেশন অ্যান্ড কমার্শিয়াল ডিপার্টমেন্টে রয়েছেন, ৬ জন রয়েছেন প্রটেকশন ফোর্স, ৪ জন টিকিট চেকিং করেন, ২ জন অ্যানাউন্সার এবং ২ জন প্রটেকশন স্টাফ।