সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাতৃস্নেহ, আ’হ’ত বাছুরের পি’ছ’ন পি’ছ’ন ছু’ট’ছে মা গরু, ভাইরাল ভিডিও

মানুষ হোক বা জীবজন্তু যাই হোক না কেন মায়ের ভালোবাসার বিকল্প কিছুতে মেলে কি! কথায় বলে সন্তানের জন্য মায়েরা পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। মাতৃত্ব যেমন মানুষ অনুভব করে তেমনই অন্যান্য পশুদের মধ্যেও মাতৃ’ত্ববোধ একইরকম বর্তমান। সন্তানের আঘাত মায়ের কাছে সবথেকে বড়। সন্তানের কিছু হলে মা নিজেকে ঠিক রাখতে পারেন না।

মাতৃস্নেহ সব মায়ের মধ্যেই থাকে। সে মানুষ হোক বা অবলা কোনো প্রাণী। তাইতো একটি বাছুরের চোট লেগেছে দেখে স্থির থাকতে পারছেনা তার মা। যেহেতু বাছুরটি ছোট তাই আঘাত লাগার পর তাকে একটি ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাছুরটি কে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় একটি ভিডিও করা হয়েছিল। সম্প্রতি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি থেকে জানা যাচ্ছে যে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছে একটি বাছুর। এই পরিস্থিতিতে তার মা তার অসুস্থ সন্তানকে একা ছাড়তে রাজি নয়। তাই ভিডিওতে দেখা যাচ্ছে ভ্যানটির পিছন পিছন ওই বাছুরটির মা দৌড়াচ্ছে। হয়তো একেই বলেন নাড়ির টান।

ঘটনাটি ঘটেছে উড়িষ্যার কোন এক জায়গায়। ১৯ ডিসেম্বর ২০২০ ভিডিওটি শেয়ার হয়। শুধু তাই নয়, গাড়ির পেছনে দৌড়াতে দৌড়াতে সে প্রায় 3 কিমি রাস্তা পার করে ফেলেছে। সূত্রের খবর ব্যস্ত রাস্তায় গাড়ি চলাচলের সময় ওই বাছুর আহত হয়। তার মা সেখানে উপস্থিত ছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছু করতে পারেনি সে। স্থানীয়রা এই ঘটনাটি দেখে আর অপেক্ষা না করে তৎক্ষণাৎ ঐ বাছুরটাকে নিয়ে হাসপাতালের পথে রওনা হয়। আর সেই ভ্যান এর পিছনে দৌড়াতে থাকে আহত বাছুরটির মা।

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। অনেকেই আবার মন্তব্য করেছেন মায়ের ভালোবাসা হয় নিঃস্বার্থ, শর্তহীন। মায়ের এই নিঃস্বার্থ ভালোবাসা র সঙ্গে পৃথিবীর আর কোনো কিছুর তুলনা হয় না। ,

এই ভিডিওটির এখনো পর্যন্ত প্রায় ১ লাখের বেশি ভিউজ হয়েছে। হাজার হাজার মানুষ এহেন মাতৃস্নেহের ভিডিও লাইক করেছেন। কমেন্ট বক্সে জমা হয়েছে বহু মানুষের কমেন্ট।