সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২০০ কোটি আ’র্থি’ক সহায়তা আফগানিস্তানকে, কেন্দ্রের সি’দ্ধা’ন্ত’কে স্বাগত জানালো তালিবান

বুধবার কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে। বাজেট নিয়ে অনেকদিন ধরেই মানুষের মধ্যে চলছিল নানান রকম তর্ক বিতর্ক। আদৌ কি এই বাজেট জন্মহিনি নাকি বাজেট পুরোটাই একটা ধাপ্পা সেই নিয়ে চলছে নানান রকম চর্চা। ভারতের এই বাজেট নিয়ে অত্যন্ত খুশি তালিবানরা।

তালিবান জঙ্গি গোষ্ঠী জানিয়ে দিল যেভাবে ভারতের বাজেটে আফগানিস্তানের জন্য ২০০ কোটি টাকা অর্থ সাহায্যের কথা বলা হয়েছে তাতে দুই দেশের বন্ধন অনেকটাই মজবুত হবে। ২০২১ সালের আগস্ট মাসে আফগানিস্তান দখল করে তালিবানরা। এরপর প্রথমবার কেন্দ্রীয় বাজেটে আফগানিস্তানকে অর্থ সাহায্যের কথা জানায় মোদি সরকার।

তালিবান মুখপাত্র সুহেল শাহিন জানিয়েছেন ভারত যেভাবে আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তা প্রশংসনীয়। দুই দেশের মধ্যে যে মৈত্রীর বন্ধন তা অনেকটাই দৃঢ় হবে। আফগানিস্তানের ৩৪ টি প্রদেশে নানান পরিকাঠামো নির্মাণের সাহায্য করেছে ভারত।

আরো খবর: প্লেনে কোচবিহার টু কলকাতা মাত্র ৯৯৯ টা’কা’য়, কবে থেকে চা’লু হবে পরিষেবা?

এখনো তাদের হাতে রয়েছে প্রচুর প্রকল্প সেই প্রকল্পে অর্থ সাহায্য করবে ভারত বর্ষ। সম্প্রতি তালিবানরা জানিয়ে দিয়েছে ভারত আফগানিস্তানে যে কুড়িটি অসমাপ্ত প্রকল্প রয়েছে সেগুলি সমাপ্ত করবার জন্য সাহায্য করতে পারে। ভারত যদি সেই অর্ধ সমাপ্ত নির্মাণ কাজগুলি করতে পারে তবে ভারতের সঙ্গে আমরা আরও সমঝোতা করব।

২০২১ সালের আগস্ট তালিবানরা কাবুল দখল করার পর সেই দেশে শুরু হয়েছিল নতুন করে নৈরাজ্যবাদ। তবুও অনেক সময় শান্তির বার্তা শোনা গিয়েছিল তালিবানদের মুখে। এবার তারা জানিয়েছে ভারত আমাদের মিত্র দেশ।

ভারতীয় দূতাবাসে বিদেশ মন্ত্রক জানায় ভারতের কূটনৈতিক উপস্থিতি তৈরি হয়েছে নতুন করে এবার তারা আফগানিস্তানের অনেক পরিকাঠামো উন্নত করবে। আফগানিস্তানের পাশে দাঁড়াবে তারা। যদিও এই ব্যাপারে নয়া দিল্লির তরফ থেকে নতুন কোন নির্দেশিকা জারি করা হয়নি।