সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মন ভা’লো ক’রা সিদ্ধান্ত, রাজ্যসভার পু’রো বেতন কৃষকদের কন্যাদের শিক্ষায় ব্য’য় করবেন হরভজন সিং

হরভজন সিং ক্রিকেটে তার অবদান নিয়ে বলার কিছুই নেই, এবার রাজনীতির ময়দানে নেমে ও তিনি এক নতুন দৃষ্টান্ত তৈরি করার লক্ষ্যে এগোচ্ছে। ভারতীয় স্পিনার হরভজন সিংহ প্রথম অভিষেক করেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

কিন্তু এবার আম আদমি পার্টির হয়ে রাজনীতিতে অভিষেক করলেন তিনি। আর সেই অভিষেকের পরেই এক অবাক করা সিদ্ধান্ত নিলেন তিনি।

তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ্যসভার সমস্ত বেতন এবার তিনি কৃষকদের কন্যার শিক্ষা ও কল্যাণের জন্য খরচ করবেন। মোটকথা তিনি জানিয়েছেন দেশের উন্নতির জন্য তিনি যথাসম্ভব চেষ্টা করবেন।

আরো পড়ুন: স্নান করার পদ্ধতির কা’র’ণে হ’তে পা’রে ব্রেন স্ট্রোক! বয়স ৪০ পা’র হ’লে সাবধান হ’য়ে যান

সম্প্রতি হরভজন সিং একটি বিবৃতি করেছেন, আর সেই বিবৃতিতে উঠে এসেছে তার মনের কথা। হরভজন সিং এখন রাজ্যসভার সংসদ। হরভজন সিং গতমাসে পাঞ্জাব থেকে উচচকক্ষে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

তারপরেই তিনি বলেছেন, রাজ্যসভার সাংসদ হিসেবে আমি আমার বেতন দিয়ে কৃষকদের কন্যাদের শিক্ষা ও কল্যাণের স্বার্থে অবদান রাখবো। আমি দেশের উন্নতির স্বার্থে যথাসম্ভব চেষ্টা করব, জয় হিন্দ।

আমরা সবাই জানি পাঞ্জাবের ১১৭ টি বিধানসভা আসনের মধ্যে ৯২ টি জিতে পাঞ্জাবের সরকার গঠন করেছে আম আদমি পার্টি।এদিকে গত ৩১ মার্চে রাজ্য সভায় লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা অশোক মিত্তল, আইআইটি দিল্লির অধ্যাপক সন্দীপ পাঠক থেকে শুরু করে হরভজন সিং , দলের নেতা রাঘব চাড্ডা সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।