সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১৮৮ টি বাচ্চার বাবা এই ব্যক্তি, তাদের খাওয়ার যো’গা’ন করেন কিভাবে?

আমেরিকায় ব্রেকার এবং সন্তান প্রতিপালনের জন্য দেওয়া হয় ভাতা। আর ঠিক এই নিয়মের সুযোগ নিয়ে এক ব্যক্তি করে ফেলেছেন বড়োসড়ো অপরাধ। সরকারের থেকে মোট ১৯ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন শুধুমাত্র এই বলে যে তিনি ১৮৮ টা বাচ্চা প্রতিপালন করছেন।

তবে সরকারি খাতায় নথিভুক্ত হওয়ায় ১৮৮ বাচ্চার কোনোটিই যে তার নয় তার জানা গেছে পরে। ভুল নাম ব্যবহার করে সরকারের ঘর থেকে মোটা অংকের চাইল্ড বেনিফিট হাতিয়ে নিত সে, যতদিন না পর্যন্ত h&m রেভিনিউ এবং কাস্টম বিষয়টি বুঝতে পারে, ততদিন এই কাজ করে যায় ওই অভিযুক্ত।

রেভিনিউ দপ্তর দেখে, টাকা দাবি করে দুটি নাম্বার থেকে একাধিকবার ফোন এসেছে। নম্বর বার বার এক থাকলেও বাচ্চার নাম পাল্টে যেত। একসময় পেনশন দপ্তরের সন্দেহ হয়। মনে হয় কোথাও একটা গন্ডগোল হচ্ছে। তারপর থেকে শুরু হয়েছে তদন্ত।

আরো পড়ুন: কা’ম’ড়ে’ছে বি’ষ’ধ’র, কেবলমাত্র মনের জো’রে পরীক্ষা দিলেন গৌতম

সম্পূর্ণ র‍্যাকেটের মাস্টারমাইন্ড আলি বোনা বহুদিন ধরেই কাজ করে আসছেন। এই সংগঠনের ৬ জন সদস্যের ইতিমধ্যেই ছয় বছর জেল হয়ে গেছে। মাস্টারমাইন্ড আলিবোনা মোহাম্মদের হাজতবাস হয়েছে সাড়ে তিন বছরের।

তদন্ত থেকে জানা গেছে, মোট সতেরোটি বিভিন্ন নামে মোট ১৮৮ টি সন্তানের নাম করে সরকারের থেকে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় ১৯ কোটি টাকা।

বাচ্চাদের আইডি চুরি করে, সেগুলির বুয় কপি বানিয়ে এইভাবে সরকারি থেকে টাকা জালিয়াতি করত ওই ব্যক্তি। বাচ্চাদের সমস্ত তথ্য লেখা থাকতো একটি ডাইরিতে, যখনই সরকার থেকে কোন ইনকয়েরি করা হতো ওই ডাইরি দেখে নির্ভুল তথ্য দিয়ে দেওয়া হত যাতে কোন সন্দেহ না হয়।