সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মে মাস থেকেই চালু হ’চ্ছে ন’য়া ব্যবস্থা, গাড়ির মালিকের সঙ্গে ড্রাইভারের তথ্যও দেওয়া থাকবে

ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত হয়েছে স্মার্ট কার্ডে। এখন গাড়ির ক্ষেত্র হচ্ছে আরো স্মার্ট। কিউআর কোড থাকবে আর সেখান থেকেই জানা যাবে গাড়ির চালকের সমস্ত বিবরণ। পরিবহন দপ্তর বেসরকারি গাড়ি চালকদের উপর নজরদারি চালু করতেই এমনটা শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

সেই সঙ্গে এখানে থাকছে ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর। অপরাধ নিয়ন্ত্রণে তা বড় ভূমিকা পালন করবে বলেই মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে রাজ্যের পরিবহনমন্ত্রী জানিয়েছেন এবার থেকে গাড়ি কিনে রেজিস্ট্রেশন করালে স্মার্ট কার্ড সরাসরি পৌঁছে যাবে ওই মালিকের মালিকানায়।

ডাক যোগের মাধ্যমে তা পাঠিয়ে দেওয়া হবে। একজনের নামে গাড়ি কিনে রেজিস্ট্রেশন কাগজ কারও রাখার সুযোগ থাকবে না। গাড়ি মালিক যদি চালকের আসনে নাও থাকেন তবুও কোনরকম সমস্যা হবে না। দেখা যাচ্ছে অন্যের নামে গাড়ি দিয়েছেন আর তিনি সেই গাড়ি অসৎ উপায় ব্যবহার করছেন।

আরো খবর: মানিক এবার আরো বি’প’দে! বিধায়কের বি’রু’দ্ধে মুখ খুললেন খোদ পরীক্ষক

সে ক্ষেত্রে অবশ্য সমস্যার সমাধান হবে এই স্মার্ট কার্ডের মাধ্যমে। মোটর ভেহিকেলস এক্ট অনুযায়ী চালকের হাতে মালিক যে অনুমতি পত্র দিতে হবে যদিও অনেক ক্ষেত্রেই মালিক তা মানেন না।

নোটারি করে জুডিশিয়াল পেপারে দেখতে হয়। আগে পুলিশ এই সমস্যার সমাধান না করতে পেরে এবার পরিবহন দপ্তর নিয়েছে পুরো দায়িত্ব। পরিবহন দপ্তর আলাদা পোর্টাল চালু করেছে। এখানে গাড়ির মালিকের সংক্রান্ত নানান তথ্য এবং নথি লিপিবদ্ধ থাকবে।

পুলিশ বা পরিবহন দপ্তর যদি ওই গাড়ি ধরেন তবে চালক স্মার্ট কার্ডের নম্বর দেখাতে পারবেন। এজেন্সি থেকে ড্রাইভার নিয়ে গাড়ি চালাতে হলেও একই রকম নিয়ম লাঘু করা হবে।