সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মোবাইলের ক্যামেরায় ন’য়া বি’প্ল’ব, ভুলে যান DSLR, করে দে’খা’লো Xiaomi

বর্তমানে স্মার্টফোনের চাহিদা যেমন বেড়েছে তেমনি বদলেছে স্মার্টফোনের ক্যামেরাগুলির ধরণও স্মার্টফোন হলেও তাদের দুর্দান্ত ছবি তোলার সম্ভব হয় বর্তমান সময়ে। বর্তমানে ছবি তোলার জন্য ক্যামেরা সাথে করে নিয়ে চলার কোন প্রয়োজন নেই। তবে প্রফেশনাল দের ক্ষেত্রে ছবি তোলার জন্য সবথেকে ভরসার জায়গা হল DSLR। তবে এই ক্যামেরাগুলিতে বিভিন্ন রকম লেন্স বদল করার সুবিধা রয়েছে যেটা নেই বিভিন্ন মোবাইল ফোনে ।

তবে এইবারে DSLR এর মত লেন্স বদল করা যাবে Xiaomi ফোনে। নভেম্বরে আসতে চলেছে xiaomi 12s ultra। বেইজিংয়ের কোম্পানিতে জনপ্রিয় ক্যামেরা প্রস্তুতকারীর সংস্থা Leica সঙ্গে হাত মিলিয়ে এই ফোনটি তৈরি করছে। এই খবরটি বুধবার চীনের কোম্পানি weibo র তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে জানানো হয়েছে যে, Leica m সিরিজের যেকোনো লেন্স এই ফোনে লাগানো যাবে।

ভিডিওটির মাধ্যমে জানা গেছে এই ফোনটিতে রয়েছে দুটি এক ইঞ্চির সেন্সর। ইমেজ ফ্রেন্ড এর সেন্টারে দ্বিতীয় লেন্সটি বসানো যাবে যেখানে এক্সটার্নাল সেন্সর এটাচড করা সম্ভব তবে এখনো পর্যন্ত এই ফোনটি বাণিজ্যিকভাবে লঞ্চ করা হয়নি। কোম্পানি তরফ থেকে দাবি করে বলা হয়েছে এক্সটার্নাল লেন্সের মাধ্যমে শার্প এবং ক্রিস্প ছবি তোলা সম্ভব।

আরো পড়ুন: পিএম শ্রী স্কুলের পোর্টাল ল’ঞ্চ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, কা’রা কা’রা উপকৃত হবেন?

কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে ডিএসএলআর এবং মিরর লেন্স ক্যামেরার বিভিন্ন ফিউচার এই ফোনের ক্যামেরায়পে ব্যবহার করা হয়েছে। থাকছে জেব্রালাইং ফোকাস স্পিকিং, হিস্টোগ্রাম সহ অনেক ধরনের টুল। ফোনটি পাওয়া যাবে ৬.৭৩ ইঞ্চি 2k অ্যামোলেড মাইক্রো কার্ভড ডিসপ্লে। doldy vision এবং HDR 10+ সাপোর্ট।

থাকছে snapdragon 8+ gen 1 চিপসেট। সাথে 12 gb ram থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে 50 এমপি 1 ইঞ্চি sony IMX989 প্রাইমারি সেন্সর। রয়েছে 48 এমপি পেরিস্কোপ ক্যামেরা এবং একটি 48 এমপি আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এই ফোনটিতে ব্যাটারি পাওয়া যাবে 4,860 মেগাবাইট। সঙ্গে থাকবে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 50 ওয়াট ওয়ারলেস সাপোর্ট।