সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মা স্বপ্ন দেখেছিল ছেলে কোটিপতি হবে! সেই ছেলেই ৬ টা’কা’র টিকিটে হলেন কোটিপতি

আজকাল অনেকেই লটারি টিকিট কাটেন কোটিপতি হওয়ার জন্য। লক্ষ লক্ষ মানুষ নিজের ভাগ্যকে পরীক্ষা করার জন্য, কেউ মাঝে মাঝে কাটেন তো কেউ প্রত্যেকদিন বলা যায় লটারি কাটা একটা নেশার মত।

তবে লটারির টিকিটটা অনেকটা ভাগ্যের মতনই কারণ ভাগ্য যদি সহায় থাকে তাহলে শুধুমাত্র লটারিতে টাকা জেতা সম্ভব।সম্প্রতি একটি ৬ টাকার টিকিটে হয়ে গেলেন কোটিপতি এক ব্যক্তি।

এরকম একটি ঘটনা উঠে এসেছে ঘটনাটি পাঞ্জাবের ফিরোজপুরের। এখানকার এক কনস্টেবল কুলদীপ সিং যার জীবনটাই এখন অন্যরকম হয়ে গেছে লটারি টিকিটের দৌলতে।

আরো পড়ুন: দেশের এই গুরুত্বপূর্ণ শহর থেকে আশ্চর্যজনক ভা’বে নি’খোঁ’জ হয়ে যা’চ্ছে মহিলারা! কিন্তু কি কারণ?

ছয় টাকার টিকিট কিনে তিনি আজ কোটিপতি। একটা সময়ে যিনি সংসার চালাতে হিমশিম খেয়ে যেতেন তারই পকেট এ আজ কোটি টাকা। জানা যায়, কুলদীপের মা ছ মাস ধরে ছেলেকে বলছিলেন একটি লটারির টিকিট কাটতে, কারণ তার মা স্বপ্ন দেখেছিলেন যে ছেলে লটারি টিকিটে কোটিপতি হয়েছে।

মায়ের কথা ভেবে ছয় মাস ধরে কুলদীপ লটারি টিকিট কাটতে থাকেন। এরপরেই আসে সেই দিন অর্থাৎ ভাগ্য খোলার দিন। ২রা আগষ্ট নাগাল্যান্ড স্টেট লটারি টিকিটের কোটি টাকা পুরস্কার জেতেন যার ফলে ভাগ্য বদলে যায় কুলদীপের।

২ রা আগস্ট খেলা শেষ হওয়ার পরেই টিকিটের দোকান থেকে কুলদীপের কাছে ফোন আসে এবং কুলদীপের সম্পর্কে বিস্তারিত জানতে চায় টিকিটের দোকানের মালিক।

কর্মসূত্রে কুলদীপ পাঞ্জাবে থাকলেও কুলদীপের মা, স্ত্রী এবং ছেলে থাকে আদিবাড়ি রাজস্থান। একটা লটারির টিকিটে অবশেষে বদলে গেল কুলদীপের জীবন, যা সত্যি স্বপ্নের মত।