সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজ ১২ মে, খুবই শুভদিন, এই কা’জটি করলে মা লক্ষ্মীর আশীর্বাদ মি’ল’বে

বৃহস্পতিবার মোহিনী একাদশী। জ্যোতিষশাস্ত্র মতে এই দিনটা অত্যন্ত শুভ দিন। এই দিনে যেকোনো মঙ্গল কাজ করা যাবে। এর আগে এই বছরের অক্ষয় তৃতীয়াতেও এরকম শুভ যোগ দেখা দিয়েছে।

হিন্দু ধর্ম অনুসারে কোন শুভ কাজ করার জন্য শুভ সময় দেখে নিতে হয়। বিয়ে, উপনয়ন, গৃহপ্রবেশের ক্ষেত্রেও পঞ্জিকা দেখে দিনক্ষণ বিচার করা হয়।

বৃহস্পতিবার লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ পাওয়ার জন্য একটি বিশেষ কাজ করতে পারেন। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী বিশেষ যোগ সৃষ্টি হয়। তিনটি বড় গ্রহ এদিন নিজেদের রাশিতে অবস্থান করবে।

আরো পড়ুন: হয় সন্তানের মুখ দেখাও, নয়তো ৫ কোটি টা’কা ক্ষতিপূরণ দাও! ছেলে-বৌমার বি’রু’দ্ধে মা’ম’লা বাবা-মায়ের

চাঁদ তার নিজের রাশি কন্যাতে অবস্থান করবে, শনি কুম্ভ রাশিতে এবং বৃহস্পতি মীন রাশিতে থাকবে। এদিন উপবাস রেখে লক্ষ্মী-নারায়ণের পুজো করলে বিশেষ শুভ ফল পাবেন।

বুধবার 7:31 থেকে বৃহস্পতিবার সন্ধ্যে ছটা একান্ন মিনিট পর্যন্ত এই যোগ চলবে। এই সময়ের মধ্যে লক্ষ্মী নারায়ণ পুজো করলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়।

হিন্দু ধর্ম অনুসারে মোহিনী একাদশীর দিন সব নিয়মকানুন মেনে নারায়ণের পুজো করতে হয়। একাদশীর আগের দিন নিরামিষ আহার করে একাদশীতে উপবাস পালন করতে হয়।

আরো পড়ুন: আজব ঘ’ট’না, গো’টা পঞ্চায়েত ভবনই চুরি! অ’ভি’যো’গে’র তী’র প্রধানের দি’কে

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে স্নান সেরে ষোড়শোপচারের মাধ্যমে নারায়ণ পুজো করে গীতা পাঠ করতে হবে। এদিন তুলসী গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন।

অশ্বথ্থ গাছের গোড়ায় জল দিন। কোন মন্দিরে গিয়ে শ্রীহরিকে হলুদ ফল, হলুদ পোশাক এবং হলুদ ফুল অর্পণ করবেন। ক্ষীরের মধ্যে তুলসী পাতা দিয়ে লক্ষ্মী দেবীকে অর্পণ করতে হবে। গঙ্গাজল এবং কেশর মিশ্রিত দুধ শ্রীহরিকে অর্পণ করতে হবে।