সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বঙ্গোপসাগরে যৌ’থ সামরিক ম’হ’ড়া ভারত ও জাপানের, চি’ন্তা’য় বেজিং

কোনোভাবেই চিনকে মাথা চাড়া দিয়ে উঠতে দেবে না ভারত, এটাই ভারতের লক্ষ্য। তাই এবার একেবারে চিনের দোড়্গোড়ায় গিয়ে যুদ্ধ মহড়া চালাচ্ছে ভারত ও জাপান। তাঈওয়ান প্রণালীতে বিগত কয়েকমাস থেকে উত্তেজনা ছড়িয়েছে, তার মধ্যেই বেজিং এর সাথে চ্যালেঞ্জ করে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে ভারত ও জাপান।

এটি নৌবাহিনীর মহড়া, প্রতি বছর এই মহড়া হয়ে থাকে ভারত ও জাপানের মধ্যে। এই মহড়ার নাম জি-ম্যাক্স। এটি ষষ্ঠ সংস্করণ। এই বিষয় নিয়ে ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছে জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের সাথে এই মহড়া হতে চলেছে। আর এই মহড়ার জন্য একটি হেলিকপ্টার ক্যারিয়ার ইজুমো ও একটি সাথে গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ তাকানামি মোতায়েন করা হয়েছে।

এদিকে আবার ভারতের তরফ থেকে ভারতীয় নৌবাহিনীর বহুমুখী স্টেলথ ফ্রিগেট সহ্যাদ্রি ও এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার কর্ভেট কদমাট্ট ও কাভারাত্তি, এখানেই শেষ নয় ভারতের তরফ থকে মোতায়েন করা হয়েছে ফ্লিট ট্যাঙ্কার জ্যোতি, সাবমেরিন, মিগ ২৯ কে ফাইটার ক্রাফট, এদিকে আবার লং রেঞ্জের মেরিটাইম পেট্রল এয়ারক্রাফট , ডেস্ট্রয়ার রণবিজয় ও সাথে নৌবাহিনীর জাহাজবাহিত হেলিকপ্টার। চিনের আগ্রাসী ব্যবহার ও তাদের চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করেই ভারত ও জাপান এই মহড় আচালাবে ও চিনের ওপরে কড়া নজর রাখবে।