সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৬৮’তম পুজো’য় ইউ’নাইটেড ক্লা’ব এন্ড লাইব্রেরী’র পুজা’র থি’ম ধ্বং’সে’র অ’ব’লী’লা!

৬৮তম পুজোয় ইউনাইটেড ক্লাব এন্ড লাইব্রেরীর পুজার থিম ধ্বংসের অবলীলা!

মালদা,২৯ আগস্ট : ক্লাবের থিম ধ্বংসের অবলীলা। দুই নম্বর গভমেন্ট কলোনি এলাকায় ইউনাইটেড ক্লাব এন্ড লাইব্রেরীর উদ্যোগে ইতিমধ্যে শুরু হয়েছে দুর্গা মন্ডপ তৈরীর কাজ। এবছর তাদের ৬৮তম পুজো। বাজেট ছয় লক্ষ টাকা।

পূজা কমিটির সম্পাদক শানু দাস জানান, তাদের ক্লাবের থিম ধ্বংসের অবলীলা। গাছ কেটে নেওয়ার ফলে ধ্বংসের পথে এগোচ্ছে পৃথিবী। ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানো প্রয়োজন। বর্তমানে গাছ কেটে কংক্রিটের জঙ্গল তৈরি হচ্ছে। অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে। মানুষকে সচেতন করতে তাদের ক্লাবের উদ্যোগে কাঠ খড়ি দিয়ে তৈরি করা হচ্ছে পূজা মন্ডপ।
এ বছর তাদের ৬৮তম পূজা। বাজেট প্রায় ৬ লক্ষ টাকা।

পুজোর চারটা দিন বস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কাজের উদ ্যোগ নেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে।
জেলা বাসীকে পরিবেশ বাঁচানোর বার্তা দিতে ক্লাবের উদ্যোগে শুকনো খড়ি দিয়ে তৈরি করা হচ্ছে দুর্গাপূজা মন্ডপ।
শুকনা কাঠ-খড়ি এবং অন্যান্য উপকরণ দিয়ে মন্ডপ তৈরির কাজ শুরু হয়েছে। আধুনিক প্রতিমা থাকবে মণ্ডপে। এর পাশাপাশি সাধারণ মানুষকে পরিবেশ নিয়ে সচেতন করতে বিভিন্ন ধরনের মডেল সাজানো থাকবে পূজা মন্ডপে।