সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোনো ব্যাংক জালিয়াতির অ’ভি’যো’গ শু’ন’তে না চা’ই’লে কী করবেন? জেনে নিন চটজলদি

যত বেশি অ্যাপ তৈরি হবে ততো বেশি জালিয়াতি বেড়ে যাবে। তেমনি ঘটনা ঘটে চলছে সম্প্রতি। বর্তমানে বহু জায়গা থেকে এমন অভিযোগ উঠে আসছে, প্যান কার্ডের মাধ্যমে অনেক প্রতারকরা জালিয়াতি শুরু করেছে।

অনেকের প্যান কার্ড দিয়ে লোন নেওয়া হচ্ছে কিন্তু সময়ের মধ্যে পরিশোধ হচ্ছে না বলে প্রভাবিত হচ্ছে প্যান কার্ডের সিভিল স্কোর। এমন পরিস্থিতিতে আপনার একটাই করণীয়, আপনার প্যান কার্ড নম্বর কোন অচেনা ব্যক্তির সঙ্গে কখনোই শেয়ার করবেন না।

এছাড়া মাঝে মাঝে ক্রেডিট স্কোর পরীক্ষা করে নেওয়া উচিত। আপনার প্যান কার্ডের ক্রেডিট স্কোরে সব ধরনের তথ্য পেয়ে যাবেন আপনি। কোন প্রতারক যদি জালিয়াতি করে, আপনার প্যান কার্ড নম্বর দেখিয়ে যদি লোন নেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে ক্রেডিট স্কোর এর মাধ্যমে আপনি তা জানতে পারবেন।

আরো পড়ুন: এবার কি তৃণমূলের প’থে লকেট?

অন্তত তিন মাস অন্তর অন্তর এই স্কুলে পরীক্ষা করে নেওয়া উচিত। কখনো যদি মনে হয় যে আপনি প্রতারণার খপ্পরে পড়ে গেছেন তাহলে দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আপনাকে। যে আর্থিক প্রতিষ্ঠানের কাছে লোন নেওয়া হয়েছে, সেখানে অবিলম্বে জানাতে হবে সম্পূর্ণ বিষয়টি। যদি এই সংস্থা কোন পদক্ষেপ না নিতে চায় তাহলে banking ombudsman অভিযোগ দায়ের করতে পারেন আপনি।

সম্প্রতি বহু অ্যাপ এর দ্বারা এইরকম লোন এর অফার পেতে পারেন আপনি। কোনভাবেই এই সমস্ত অ্যাপ এ আপনি আপনার আধার কার্ড অথবা প্যান কার্ড নাম্বার দেবেন না। কোনভাবে যদি আপনি আপনার আধার কার্ড প্যান কার্ড নাম্বার তা দে দিয়ে দেন তাহলে মুহূর্তের মধ্যে আপনার প্যান কার্ড নম্বর দ্বারা জালিয়াতি করতে পারবে যে কেউ।