সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব’র্ষ’বরণের রাতে কেমন থা’ক’বে আবহাওয়া? হাওয়া অফিস কি বলছে?

জাঁকিয়ে হাড় কাঁপানো শীত পড়ছে না। এমনকি শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে বৃষ্টি এবারেও হচ্ছে না। এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ২৫ ডিসেম্বর বড়দিনেও উষ্ণ কলকাতা ছিল। আর বর্ষশেষ ও বর্ষবরণের রাতেও জাঁকিয়ে শীতের দেখা মিলবে না।

আগামী চার-পাঁচ দিন কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তাপমাত্রা ওঠানামা করলেও স্বাভাবিকের খুব নীচে নামবে না। অর্থাৎ জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই কলকাতাতে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়ায় কিছুটা গতি কমলেও শীতের আমেজ বজায় থাকবে।

আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশা থাকবে। আপাতত ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই রাজ্যে। উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝার সর্তকতা। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ, কাশ্মীরে ভ্যালি-সহ উত্তর-পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন পার্বত্য এলাকায়।

আরো খবর: এক বছরের মধ্যেই কি ৫ তম বি’য়ে ভা’ঙ’তে চলেছে পরীমণির?

উত্তর পশ্চিমে রাজ্যগুলিতে আগামী কয়েক দিনে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাবে। এর প্রভাবে ২ এবং ৩ জানুয়ারি দু’দিন শৈত্য প্রবাহের সর্তকতা পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, উত্তরপ্রদেশ ও রাজস্থানের কিছু অংশে।

আগামী ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ডে শীতল দিনের পরিস্থিতি। আগামী ২৪ ঘন্টায় কোনও পরিবর্তন হবে না পূর্ব ভারতের রাজ্যগুলিতে। তবে তারপর দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে সেই রাজ্যগুলিতে।