সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সং’সা’র চালাতে বক্সিং ছে’ড়ে পার্কিং ল’টে টি’কি’ট বি’ক্রি করলেন জাতীয় স্ত’রে’র মহিলা বক্সার

টোকিও অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্স দুর্দান্ত। এককথায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স। কারণ এখনও পর্যন্ত ভারত সবচেয়ে বেশি পদক জিতেছে টোকিও থেকেই। কিন্তু জানেন কী অলিম্পিকে এই সাফল্যের দিনেই সামনে এসেছে চোখে জল এনে দেওয়ার মতো একটি ঘটনা। একসময় জাতীয় স্তরে বক্সিং করতেন একখেলোয়াড়, আজ তিনি নাকি পেটের তাগিদে পার্কিং লটে টিকিট বিক্রি করেন। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।বক্সারের নাম ঋতু, চণ্ডীগড়ের বাসিন্দা।

সূত্রে খবর, জাতীয় স্তরে বক্সিংয়ের অনেক ম্যাচেই রিংয়ে নেমেছেন ঋতু। এমনকী পদকও জিতেছেন। কিন্তু তেমনভাবে সরকারি সাহায্য কখনোই পাননি তিনি। এমনকি কোনও ইনস্টিটিউশন থেকেই সাপোর্ট বা কোনো স্কলারশিপ পাননি। স্বপ্ন দেখেছিলেন প্রফেশনাল বক্সার হবার। কিন্তু অভাবের তাড়নায় মাঝপথেই স্বপ্ন ভেঙে যায় তাঁর। আর তাই বক্সিং ছেড়ে কাজে যোগ দেন তিনি।

এদিন পোস্ট করা বেশ কয়েকটি ছবিতে রীতুকে পার্কিং লটে কাজ করতে দেখা যাচ্ছে। পার্কিং লটে আসা গাড়িগুলিকে টিকিট দিচ্ছেন তিনি। কিন্তু কেন এই পেশা বেছে নিলেন? তাতে জানা গিয়েছে, ঋতুর বাবা খুবই অসুস্থ। আর তাই সংসারের দায়িত্ব নিতে হয় তাঁকে। বক্সিং ছেড়ে কাজে যোগ দেন তিনি। অবশ্য তিনি আশাবাদী তাঁর স্বপ্ন পূরণের জন্য সরকারের পক্ষ থেকে হয়তো কখনো না কখনো সাহায্য পাবেন।