সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ন’ক’ল করার জন্য কানে অ’স্ত্রো’প’চা’র করে ব্লুটুথ বসালেন ডাক্তারি পড়ুয়া

পড়াশুনা না করে সাফলের সপ্ন আমরা সবাই দেখি। বিশেষত ছোটবেলায় এই সপ্ন কমবেশি সকলের মনে উঁকি দিত। ছোটবেলায় আমরা নকল করার কথা তো সুনেছি কিন্তু তা এতদুর অবধি যেতে পারে তা হয়ত সপ্নেও ভাবা যায়নি ।

ঘটনাটি ঘটেছে মধপ্রদেশে। ডাক্তারি পরীক্ষায় সাফলের জন্য এক যুবক নিজের প্রানের ঝুঁকি নিয়ে বসেন । অস্ত্রপ্রচার করিয়ে কানের ভিতরে বসিয়ে নেন blutooth device। সুত্রে জানা যায় মধ্যপ্রদেশে মহাত্মা গান্ধী মেমরিয়াল কলেজে পাঠরত এই ডাক্তারি পড়ুয়া ১১ বার পরিক্ষায় ফেল করে।

তাই এবার কোন ঝুকি না নিয়ে এই ভয়ানক কাণ্ড ঘটিয়ে ফেললেন। এই কলেজ এর ডিন জানান প্রতিবছর পরিক্ষা চলাকালীন বাইরে থেকে অধক্ষরা আসেন। এবার ও তার ব্যাতিক্রম হয়নি। অনেকক্ষন পর্যবেক্ষণ এর পর তাদের মনে সন্দেহ যাগে। এরপর ওই পড়ুয়ার কাছ থেকে উদ্ধার হয় একটি মোবাইল ফোন।

আরো পড়ুন: চিকেন কষা-চিলি চিকেন এখন অ’তী’ত, বানিয়ে ফে’লু’ন কাজু চিকেন, রইলো চটপটি রেসিপি

কিন্তু হেড ফোন টি কোথাও পাওয়া যাচ্ছিলোনা । শেষমেশ তার কানের মধ্যে হেডফোন টি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের পর তিনি মুখ খোলেন। জানা যায় ডাক্তারের কাছে গিয়ে তিনি অস্ত্র প্রচার করেন।

এই ঘটনা সামনে আসতেই তীব্র বিক্ষপ শুরু হয়। এ বিষয়েউচ্চ মিটিং ডাকা হবে বলে জানিয়েছেন সেই কলেজের শিক্ষক । এইবুদ্ধির কিছু অংশ যদি পড়াশুনোয় লাগাত তাহলে হয়ত এই দিন দেখতে হত না।