সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিদেশি ব্র্যান্ডের দু’র্দা’ন্ত লুকের স্কুটার তৈ’রি হবে ভারতে, ব’রা’ত পে’লো Bajaj

বর্তমানে ইলেকট্রিক চালিত যানবাহনের চাহিদা বাড়ছে বাজারে। এবার বিদেশি ব্রান্ড Husqvarna বাজারে আনছে একটি দুর্দান্ত স্কুটার। যদিও এই মুহূর্তে সেটি কেবলমাত্র বিদেশের বাজারেই লঞ্চ করা হচ্ছে। Husqvarna Vektorr নামের এই স্কুটারের মডেলটি অসাধারণ দেখতে। ভারতে এই কোম্পানির খুব বেশি মডেল পাওয়া যায় না।

 এই মডেল ভারতের বাজারে এলে প্রতিযোগিতা তৈরি হবে। কারণ লুকস-এর দিক থেকে এই মডেল যে কোনও স্কুটারকে টেক্কা দিতে পারে।

এই স্কুটার উৎপাদনের বরাত পেয়েছে ভারতের বাজাজ সংস্থা। বাজার অটোমোবাইলের পুনে প্লান্টে এই স্কুটার উৎপাদন করা হবে। আপাতত ভারতের বাজারে এই মডেলটি পাওয়া যাবে না। ভারতের বাজারে কবে এই মডেল পাওয়া যাবে, তাও নিশ্চিতভাবে জানানো হয়নি।

 ইলেকট্রিক স্কুটার সেগমেন্টে ভারতের বাজারে এখন প্রতিযোগিতা বাড়ছে। ওলার স্কুটার পছন্দ করছেন বহু মানুষ। তবে টিভিএস, বাজাজ-এর মতো দেশী সংস্থাগুলিও ইলেকট্রিক স্কুটার উত্পাদন শুরু করেছে।

এই মডেলের স্কুটার টেস্ট ড্রাইভের সময় কয়েকবার ভারতের রাস্তাতে দেখা গিয়েছিল। তা দেখে অনেকেই মনে করেছিলেন ভারতের বাজারেও লঞ্চ করবে এই স্কুটার। তবে ভারতে এই কোম্পানির স্কুটারের চাহিদা অনেকটাই কম। এই মুহূর্তে পুনে প্ল্যান্টে বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারের উৎপাদান হচ্ছে। সেখানে একই সঙ্গে এবার এই নতুন মডেলের গাড়ির উৎপাদন হবে বলে জানা যাচ্ছে।