সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বয়স ৫০-র কোঠায় হলেও দেখে মনে হয় এখনো ১৮-তেই আ’ট’কে আছেন, রচনার সৌন্দর্য্যর সিক্রেট কি?

আজকালকার মেয়েরা নিজেদের নিয়ে অনেক বেশী সচেতন। একেকজন নিজেকে এতটাই মেনটেন করে রাখেন যে তাদের কাছে বয়স শুধুই একটা নম্বর মাত্র হয়ে দাঁড়ায়। আর নিজের শরীরের যত্ন নিয়ে বেশি সচেতন হতে দেখা যায় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে। সেরকমই বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি একজন, যিনি এই ৫০ বছরের গোড়ায় এসেও এখনও নিজের গ্ল্যামার ধরে রাখতে সক্ষম।

এভারগ্রিন রচনার রূপের ঝলকানিতে ঘায়েল বহু মানুষ। কিভাবে তিনি এই বয়সেও নিজের চিরযৌবন রূপ ধরে রেখেছেন সেটা নিয়ে অনেকের মনেই কৌতূহল। আজকের প্রতিবেদনে সেই উত্তরই সকলের সঙ্গে শেয়ার করে নেওয়া হল। জানা গিয়েছে, শুধুমাত্র ঘরোয়া উপায়েই নিজের সৌন্দর্য ধরে রেখেছেন অভিনেত্রী।

দামি দামি কসমেটিক্স ব্যবহার করা নয়, বরং ঘরোয়া টোটকাতেই বিশ্বাসী রচনা। কেরিয়ারের শুরুতে রোদের মধ্যে শ্যুটিং করে রচনার ত্বকের বেশ ক্ষতি হয়েছিল। এরপর থেকেই সানস্ক্রিন হয়ে ওঠে তাঁর সবসময়ের সঙ্গী। তাই সব সময় নিজের ব্যাগে সানস্ক্রিন রাখেন তিনি।

আরো খবর: চারিদিকে শুধুই ম’র’দে’হ, কোন কোন পরিবারে নেই কাঁদার লোক! বি’ধ্ব’স্ত তুরস্ক-সিরিয়া

এছাড়াও নিজেকে প্রাণোচ্ছল এবং সতেজ রাখতে প্রচুর পরিমাণে জল পান করা উচিত। এতে ত্বকও ভালো থাকে। ‘দিদি নম্বর ১’ও কিন্তু এই মন্ত্র মেনে চলেন। আর সেই কারণে রোজ প্রচুর পরিমাণে জল পান করেন তিনি। এছাড়াও ঘরে তিনি রূপচর্চা করেন। এর পাশাপাশি অভিনেত্রী কড়া ডায়েটও মেনে চলেন।

তাঁর খাদ্যতালিকায় জাঙ্ক ফুডের কোনও স্থান নেই। তাঁর চুলও যথেষ্ট সুন্দর আর এর জন্য নারকেল তেলের উপরই ভরসা করেন তিনি। এছাড়াও নিয়মিত শরীরচর্চা করেন অভিনেত্রী।

জিমে না যেতে পারলেও বাড়িতে সঠিক সময়ে শরীরচর্চা করেন টলি সুন্দরী। সেই সঙ্গেই ত্বককে প্রাণোচ্ছল রাখতে টেনশন মুক্ত থাকার চেষ্টাও করেন তিনি। এই কয়েকটি ঘরোয়া এবং সহজ পদ্ধতি ব্যবহার করেই নিজের যৌবন ধরে রেখেছেন ‘দিদি নম্বর ১’র রচনা বলে জানা যায়।