সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চারিদিকে শুধুই ম’র’দে’হ, কোন কোন পরিবারে নেই কাঁদার লোক! বি’ধ্ব’স্ত তুরস্ক-সিরিয়া

সকাল সকাল ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠেছিল চারপাশ। তুরস্ক ও তার আশেপাশের প্রতিবেশী দেশগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে , নুরদগি থেকে ২৩ কিমি পূর্বে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ভয়ানক এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৮।

মাত্র এতটাই তীব্র ছিল যার কারণে আশেপাশের সমস্ত বাড়ি ধসে গিয়েছে, এমনকি তুরস্কে বহু জনের মৃ’ত্যু হয়েছে। এখানেই শেষ নয় সিরিয়াতেও মানুষ প্রাণ হারিয়েছে যার সংখ্যা ৯০ ছুঁয়েছে। ৫০০ র বেশী মানুষ আহত হয়েছে।সানলিউরফার মেয়র বর্তমানে সরকারি মতে ১৫ জনের মৃ’ত্যু’র বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে জানা গেছে , গাজিয়ানটেপ থেকে প্রায় ৩৩ কিলোমিটার এবং নুরদাগি শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের কেন্দ্রস্হল। এই ভূমিকম্পের কম্পন এতটাই তুই বুঝি ছিল যেটা সিরিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং প্রচুর বাড়িঘর এর ক্ষতি করেছে।

আরো খবর: JIO: 895 টা’কা’র প্ল্যানে এক বছরের বৈ’ধ’তা, সাথে ইন্টারনেট ও আনলিমিটেড কলিংয়ের সু’বি’ধা

কিন্তু দুঃখের বিষয় হল লাশের পাহাড় এত হয়েছে যার জন্য কাঁদার কেউ নেই সেখানে। খবরের মাধ্যমে জানা গেছে প্রথম কম্পনের ১১ থেকে ১৫ মিনিটের ব্যবধানে দ্বিতীয় বার কেঁপে ওঠে লেবানন, সিরিয়া এবং সাইপ্রাসের বিভিন্ন অংশ, আর তখন রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৭।

সবথেকে বড় কথা হল ১৯৩৯ সালের পর তুরস্ক এমন ভয়াবহ ভূকম্প দেখেনি। ভূমিকম্পের ফলে প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তুরস্ক, সাথে প্রাণ হারিয়েছে বহু মানুষ।তুরস্কে অন্তত ৯১২ জন মারা গিয়েছে বলে নতুন আপডেটে উঠে এসেছে, সাথে আহতের সংখ্যা বহুসংখ্যক।