সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শেন ওয়ার্নের মৃ’ত্যু কী’ভা’বে হয়েছে? সামনে হ’লো ময়নাতদন্তের রি’পো’র্ট

প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় শেন ওয়ার্নের। সেই রিপোর্টেই শিলমোহর দেন ডাক্তাররা। কিন্তু প্রশ্ন যে তাতে একেবারে ওয়ার্নের ঘূর্ণীর মত দিক বদলে ফেলেছিল তেমনটা বলা যাবে না।

ধিকি ধিকি হলেও প্রশ্নর আগুনটা জ্বলছিল। ঠিক কি ঘটেছিল তাইল্যান্ডের প্রাইভেট ভিলার ঘরে। অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকার মৃত্যু কি সত্যিই হার্ট অ্যাটাক নাকি অন্য কিছু?

রবিবার থাইল্যান্ড প্রশাসন জানিয়ে দেয় অটোপসি ছাড়া ওয়ার্নের মৃতদেহ ছাড়বেন না তাঁরা। সেই মতো রবিবারই ময়নাতদন্ত করা হয় ওয়ার্নের মৃতদেহের।

আরো পড়ুন: বিশ্ব’যু’দ্ধে যদি পরমাণু বো’মা ব্যবহার ক’রা হয় তবে এই কোথায় আ’শ্র’য় নিলে প্রা’ণ বাঁ’চ’বে?

আর এই সবের মাঝেই থাইল্যান্ডের সংবাদ মাধ্যেমের খবর ওয়ার্নের হোটেলের ঘরে রক্তের দাগ পাওয়া গেছে। রক্তের দাগ পাওয়া গেছে টাওয়ালেও।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, স্বাভাবিক মৃত্যুই হয়েছে শেন ওয়ার্নের। অটোপসি রিপোর্ট হাতে পাওয়ার পরই তা জানিয়ে দিল তাইল্যান্ড পুলিশ। ওয়ার্নের পরিবারের হাতেও সেই রিপোর্ট তুলে দেওয়া হয়েছে।

কিংবদন্তি লেগস্পিনারের পরিবার সেই রিপোর্ট মেনে নিয়েছে। অস্ট্রেলিয়ার কনসুলার অফিসিয়ালসদের হাতে ওয়ার্নের মরদেহ তুলে দিয়েছে তাইল্যান্ডের পুলিশ। সেখান থেকেই ওয়ার্নের পরিবারের হাতে দেওয়া হবে তাঁর মরদেহ।