সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২৮ দিনের কন্যা স’ন্তা’ন’কে ৩০ হাজার টা’কা’য় বি’ক্রি করে ব’ন্ধু’দে’র ম’দ খাওয়ালো বাবা

সন্তানের থেকে প্রিয় কেউ হতে পারে না পিতা মাতার কাছে। কিন্তু কত অসহায়তার শিকার হলে একজন পিতা অথবা মাতার নিজের শিশুকে অন্যের কাছে বিক্রি করে দিতে বাধ্য হন। যদিও শিশুকে অন্য কারোর কাছে বিক্রি করে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ’ তবুও কোন কোন ক্ষেত্রে নিরুপায় হয়ে বাবা মা শিশুকে অন্য কারোর হাতে তুলে দেন শুধুমাত্র তার ভবিষ্যতের কথা ভেবে। যদিও এর ব্যাতিক্রম কিছু রয়েছে। টাকার লোভে শিশুকে অন্য কারোর কাছে বেচে দেন বাবা অথবা মা।

এমনই একটি ঘটনা আরো একবার চোখের সামনে উঠে এলো। ঘটনাটি ঘটেছে পশ্চিম সিংভূমের নোয়ামুন্ডি ব্লকের মেরেলগাদা গ্রামের। শিশুটির বয়স মাত্র ২৮ দিন, যে বয়সে একজন শিশু তার বাবা-মাকে সঠিকভাবে চিনতে পারে না, যে সময় তার প্রত্যেকটি সুবিধা-অসুবিধার খেয়াল রাখার কথা তার বাবা-মায়ের, ঠিক সেই সময় তাকে কিছু টাকার জন্য বেচে দেওয়া হল অন্য কারোর কাছে।

কিন্তু এক্ষেত্রে দারিদ্র নয়, কিছুটা টাকার নেশায় মেয়েকে অন্যের কাছে বেচে দিল বুধরাম চাটম্বা নামের ওই ব্যক্তি। নবজাতকের মাও কিছু জানতো না এই বিষয়ে। কিছু বুঝে ওঠার আগেই ৩০ হাজার টাকার বিনিময়ে নিজের মেয়েকে বিক্রি করে দিলেন বড়লোক একটি পরিবারের কাছে। কিন্তু তারপর কি হলো? সেই টাকা নিয়ে ওই ব্যক্তি কি করলেন?

৩০ হাজার টাকা সম্পূর্ণ মদের পেছনে উড়িয়ে দিয়েছেন ঐ ব্যক্তি। অনেকেরই অনুমান, বুধরাম স্ত্রীর গর্ভাবস্থা থেকেই এই ব্যবস্থা করে রেখেছিলেন। কোলের সন্তানকে যখন অন্য কারোর কাছে তুলে দিচ্ছিলেন বুধরাম, তখন তার স্ত্রী প্রশ্ন করেছিলেন যে, কি হচ্ছে? উত্তরে স্বামী বলেন, এতগুলো বাচ্চা সামলাতে পারবে না বলে একটি মেয়েকে ৩০ হাজার টাকার বিনিময়ে তুলে দিচ্ছে অন্য কারো কাছে। কিন্তু সেই টাকা নিয়ে বন্ধু এবং মদের পেছনে উড়িয়ে দেয় ওই ব্যক্তি।

ঘটনাটি জানাজানি হয়ে যাবার পর গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা ওই ব্যক্তির বাড়ি পৌঁছে যান এবং সমস্ত বিষয়টি জানার চেষ্টা করেন। জানা গেছে, ওই ব্যক্তির দুটি স্ত্রী এবং নটি সন্তান রয়েছে। প্রথম স্ত্রীর ছয় সন্তান এবং দ্বিতীয় স্ত্রী তিন সন্তান রয়েছে। তাই নবাগতা কন্যা সন্তানকে অন্যের কাছে তুলে দিয়ে সেই টাকায় ফুর্তি করেছেন ওই ব্যক্তি। এই সমস্ত আদিবাসী পরিবারগুলির মধ্যে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটে চলেছে যা নিয়ে আমরা অজ্ঞাত। এই সমস্ত মানুষের কোন ক্ষতি করতে পারে না আইন। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কার্যত এই শিশু কেনাবেচার কাজ প্রতিমুহূর্তে করে যাচ্ছে বুধরামের মত ব্যক্তিরা।