সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুরুলিয়ার স্কুলের ব্যাংক Account থেকে ২০ লক্ষ টা’কা উ’ধাও, অভিযুক্ত প্রধান শিক্ষক

রাজ্যের আর কত দুর্দিন দেখতে হবে রাজ্যবাসীকে? একের পর এক এমন সব খবর সামনে আসছে যা দেখে বার বার অবাক হতে হচ্ছে রাজ্যবাসীকে। সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে যা সত্যিই লজ্জাজনক এক ব্যাপার। বিদ্যালয় এর নতুন কয়েকটা ঘর তৈরীর জন্য স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে ২০ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছিল।

আর সেই ২০ লক্ষ টাকা একাউন্টে ঢুকতেই সেই স্কুলের প্রধান শিক্ষক নাকি সহ প্রধান শিক্ষকের সই জাল করে ২০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। পুরুলিয়ার মানবাজার ব্লকের একটি স্কুলের ঘটনা, যেটা শুনে প্রথমে নিজের কানকে বিশ্বাস করানো মুশকিল হয়ে পরেছিল।

স্কুলের নাম মানবাজার-১ সার্কেলের বনমহড়া প্রাথমিক বিদ্যালয়। ইতিমধ্যেই এই প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তবে সিপি এমের দাবি প্রধান শিক্ষক তৃণমূল শিক্ষক সংগঠনের সাথে জড়িত, কিন্তু তৃণমূল শিক্ষক সংগঠন এই অভিযোগ নাকোচ করেছে।

আরো খবর: DA আন্দোলনকারীদের নতুন কর্মসূচি, এবার কি করতে চাইছেন সরকারি কর্মচারীরা?

অভিযুক্ত সেই প্রধান শিক্ষকের নাম প্রণব মন্ডল, সেই বিদ্যালয়ের সহ শিক্ষক পিঙ্কু সিঙ্ঘের সই জাল করে এই কান্ড করেছেন প্রধান শিক্ষক। কিন্তু জালিয়াতির সাজা সে পেয়েছে তাকে গত সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে, মঙ্গলবার তোলা হয়েছে আদালতে।

তিনি সেখানে জানিয়েছিলেন তার মেয়ে অসুস্থ সেই কারণেই তিনি টাকা তুলতে বাধ্য হয়েছে। তবে সিপি এম দাবি করেছে এই প্রধান শিক্ষক তৃণমূল শিক্ষক সংগঠনের সাথে যুক্ত রয়েছে। কিন্তু তৃণমূল শিক্ষক সংগঠন এই অভিযোগ মানতে চাননি। এই শিক্ষক সংগঠনের নেতা বিমল মাহাতো জানিয়েছেন, তৃণমূলের কোনো সংগঠনের সাথে এই শিক্ষক যুক্ত ছিল না।

আর আইন চলবে আইনের পথে। এদিকে আবার জেলা শিক্ষা আধিকারিক জানিয়েছেন, এই ঘটনা ঘটার পর বিদ্যালয়ের পরিদর্শক আমাদের একটি রিপোর্ট দিয়েছিল। তারপরেই আমরা সেই শিক্ষককে তলব করি, সে এসে জানায় সমস্ত টাকা সে ফেরত দিয়ে দেবে। কিন্তু সে যখন সেই টাকা ফেরত দেয় না তখন আমরা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করি।