সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্বামীর মৃ’ত্যু’তে ৭ হাজার কো’টি লোনে ডু’বে ছি’লো বিখ্যাত কোম্পানি, একাই টে’নে তুলেছেন স্ত্রী

কফি প্রেমীদের কাছে সিসিডি ক্যাফে কফি ডে বেশ পরিচিত একটি নাম। অনেকেই সময়-সুযোগ পেলে এই ক্যাফেতে গিয়ে কফি পান করে এসেছেন। তবে জানেন কি সিসিডির পূর্ব ইতিহাসের কথা? কিভাবে প্রতিযোগিতার বাজারে আজকের এই এত বড় জায়গাতে পৌঁছতে পারলো সিসিডি? নেপথ্যে রয়েছে নারী শক্তির জয়। সিসিডির প্রতিষ্ঠাতা ভি জি সিদ্ধর্থর স্ত্রী মালবিকা হেগড়ের দৌলতেই আজ এত বড় পর্যায়ে পৌঁছাতে পেরেছে সিসিডি।

2019 সালে এই ক্যাফের প্রতিষ্ঠাতা হঠাৎই আত্মহত্যা করেন। ঋণ সংকট এবং ব্যবসায় অপূরণীয় ক্ষতির কারণে তিনি আত্মহত্যা করেছিলেন বলে জানা গিয়েছিল। তিনি যখন মারা যান তখন তার সংস্থার 7 হাজার কোটি টাকার দেনা ছিল। এই সময় তার স্ত্রী মালবিকা সংস্থার হাল ধরেন। তিনি এমন এক পর্যায়ে থেকেই সংস্থার হাল ধরেছিলেন যখন ঋণের দায়ে প্রায় ডুবতে বসেছিল তাদের সংস্থা। মালবিকা একার পরিশ্রমে সংস্থাকে আজ নতুন এক মাত্রায় পৌঁছে দিতে পেরেছেন।

দু’বছর অক্লান্ত পরিশ্রম করে তিনি 2021 সালে দেনার পরিমাণ 1731 কোটি টাকাতে নামিয়ে আনতে পেরেছেন। বলতে গেলে এটা অবশ্যই তার কাছে দুর্দান্ত সাফল্য। ভারতের বৃহত্তম কফি চেনের মালিকের মৃত্যুতে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন সকলে। তিনি কেন এভাবে মৃত্যুবরণ করলেন তার কারণ নিয়ে বহু জল্পনা রয়েছে। তবে তার মৃত্যুর খবর হতবাক করে দিয়েছিল সকলকে। কোম্পানির দেনার খবর শুনে অনেকে ধরেই নিয়েছিলেন সিসিডি আর কখনো মাথা তুলে দাড়াতে পারবেনা। তবে তা ভুল প্রমাণ করেছেন মালবিকা।

মালবিকা এখন সিসিডিকে ঋণের বোঝা ছাড়া মাল্টি বিলিয়ন ডলার কোম্পানি হিসেবে গড়ে তুলতে চান। সেই লক্ষ্যে তিনি তার স্বামী পদাঙ্ক অনুসরণ করে একটু একটু করে এগিয়ে চলেছেন তার লক্ষ্যের দিকে। মালবিকার এই লড়াই কার্যত মহিলাদের কাছে অনুপ্রেরণার মত।