সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আদালতের নির্দেশে বি’রা’ট সমস্যায় Amber Heard, ক্ষতিপূরণ দেওয়ার টা’কা নেই অভিনেত্রীর

জনি ডেপ ওরফে জ্যাক স্প্যারো, এই চরিত্রের সাথে আমরা সবাই ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু সম্প্রতি জনি ডেপ চর্চার সম্মুখে, কারণ তার এক্স ওয়াইফ অ্যাম্বার হার্ড তার ওপরে মানহানি মামলা করেছে। কিন্তু তাতে কোন লাভের লাভ হয়নি অ্যাম্বার হার্ডের।মামলায় জয় হয়েছে জনি ডেপের।

ইতিমধ্যেই সেই কারণে আদালত কর্তৃপক্ষ অ্যাম্বার হার্ডের প্রাক্তন স্বামী জনি ডেপকে ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি ৩ লক্ষ, ৫০ হাজার মার্কিন ডলার দেওয়ার নির্দেশ দিয়েছেন।

অ্যাম্বার হার্ডের মান-সম্মান তো অনেক আগেই গিয়েছে তার সাথে এবার বিপুল পরিমাণে অর্থও যেতে চলেছে। কারণ এই বিপুল পরিমাণ অর্থ দিতে তিনি একেবারেই অসমর্থ, এই কথা জানিয়েছেন হার্ডের কৌঁসুলি।

আরো পড়ুন: KK-র মৃ’ত্যু’র স’ঙ্গে নজরুল মঞ্চের ভিড়ের কো’নো যো’গ নেই: বিনীত গোয়েল

গত বৃহস্পতিবার এই মামলার রায়ে দান করা হয়। অবশ্য পরবর্তীতে এই বিষয় নিয়ে অ্যাম্বার হার্ডের কৌঁসুলি এলানি ব্রেডহফটকে প্রশ্ন করা, আদালতের নির্দেশ মত কি সমস্ত অর্থ প্রদান করতে পারবেন অ্যাম্বার হার্ড? এই প্রশ্নের উত্তরে জানায়, না কোনভাবেই হার্ড এই অর্থ প্রদানের সক্ষম নন।

এর সাথে তিনি আরও জানায়, মামলার রায় দানের পরিপ্রেক্ষিতে আদালতে হার্ড আবেদনের ইচ্ছা প্রকাশ করেছে বলে জানা যায়। টানা ছয় সপ্তাহ ব্যাপী এই মামলা চলেছে আদালতে। এই হাই প্রোফাইল মামলার রায় দান হয়েছে গত বৃহস্পতিবার।

যেখানে কিনা দারুণভাবে জয়লাভ করেছে আমাদের জ্যাক স্প্যারো।ইতিমধ্যেই আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে হার্ড তার প্রাক্তন স্বামী কে ১ কোটি ৩ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দেবে। তবে অবশ্য জনি ডেপ কেউ কুড়ি লক্ষ মার্কিন ডলার তার প্রাক্তন স্ত্রী কে দিতেই হবে।।