সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অর্ধেক মাস যে’তে না যেতেই হাত ফাঁ’কা? বাস্তমতে এই টিপসেই জমবে টা’কা

মাসের ১ তারিখে মাইনে পাওয়ার মাত্র ১৫ দিনের মধ্যেই পকেট ফাঁকা! কোথা থেকে খরচ হয়ে গেল বুঝতে পারছেন না? এ কয়েকটা টিপস মেনে চললে খুব সহজেই হাতে থাকবে টাকা। বাস্তুশাস্ত্র মতে ঘরের দক্ষিণ দিকে দেওয়ালের কাছে আলমারি রাখুন। অর্থাৎ আলমারি মুখ যাতে উত্তর দিকে হয়।

দেওয়াল থেকে যাতে আলমারির দূরত্ব কিছুটা বেশি হয় সেই দিকে লক্ষ্য রাখুন। এর ফলে ঘরের মধ্যে কোন নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না। ঘরের দক্ষিণ-পশ্চিম দিকে লকার রাখলেও তা বিশেষ শুভ বলে মনে করা হয়। বাড়ির দরজায় যে তালা লাগানো আছে সেটি যাতে পরিষ্কার থাকে।

এছাড়া দরজা ভাঙ্গা হলেও ঘরে লক্ষ্মী প্রবেশ করেন না। তাই অবশ্যই মনে রাখবেন যাতে সদর দরজা ভাঙাচোরা না হয়। বাড়ির দক্ষিণ এবং উত্তর-পূর্ব দিকে কখনোই জলের ট্যাঙ্ক রাখবেন না। এতে টাকা পয়সার ঘাটতি হবে। এমনকি বাড়ির সদস্যদের শরীর খারাপ হয়ে যেতে পারে চট করে।

আরো খবর: লঞ্চ হওয়ার পর থেকেই সস্তায় বি’ক্রি হ’চ্ছে iphone 14, মেগা ডিসকাউন্ট পা’ও’য়া যা’চ্ছে অনলাইনে

লকারের মধ্যে কখনোই আয়না রাখবেন না। এছাড়া লকারে সোনা দানা জমির দলিল রাখা বিশেষ শুভ। দেওয়ালের রং বাস্তুশাস্ত্রের উপর বিশেষ প্রভাব ফেলে। লকার বা টাকা পয়সা রাখার যে আলমারি রয়েছে সেই ঘরের রং উজ্জ্বল হলুদ হওয়া উচিত। এই রং সৌভাগ্যের প্রতীক।

এছাড়া আনন্দ এবং পরিপূর্ণতা দান করে এই রং। যে ঘরে আপনার গচ্ছিত সম্পদ রয়েছে সেখানে অবশ্যই একটি ছোট বাঁশ গাছ বা মানি প্লান্ট রাখুন এতে সৌভাগ্য দ্বিগুণ বৃদ্ধি পাবে।