সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমি আমার জীবনটা শে’ষ বয়সে স্বাস্থ্যক্ষেত্রে উৎসর্গ করেছি, অসমকে প্রে’র’ণা যোগালেন রতন টাটা

টাটা গ্রুপ চেয়ারম্যান রতন টাটা অসমে ক্যানসার হাসপাতালের উদ্বোধন মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন । এই উপলক্ষে ভাষণ রাখতে উঠে তিনি বলেন, আমি আমার শেষ জীবনটা স্বাস্থ্যক্ষেত্রকেই উৎসর্গ করেছি।

আমি অসমকে এমন রাজ্যকে হিসেবে দেখতে চাই যাকে সবাই চিনবে। টাটা সংস্থার চেয়ারম্যান আরও বলেন, আজ অসমের ইতিহাসে অত্যন্ত স্মরণীয় দিন। আজ স্বাস্থ্যক্ষেত্রে একটি নয়া ধাপে উত্তীর্ণ হল অসম।

আজ থেকে অসমেও মিলবে ক্যানসারের চিকিৎসা। এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সম্মানীয় প্রধানমন্ত্রী উদ্যোগী না হলে এই উদ্যোগ সফল হত না।

আরো পড়ুন: একবার ফুল চার্জ দিলেই যাওয়া-আসা ক’রা যাবে দিঘা! ব্যা’প’ক গাড়ি আ’ন’ছে TATA মোটরস

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই রতন টাটা বলেন, টাটা ট্রাস্টঅ চালায় সবথেকে বড় ক্যানসার ট্রিন্টমেন্ট সার্কেল। এই হাসপাতালগুলি থেকে বছরে অসমের ৫০ হাজারেরও বেশি মানুষ পরিষেবা পাবেন।

শুধু অসমই নয়, এর সংলগ্ন রাজ্যগুলি থেকেও মানুষ এখানে এসে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। প্রসঙ্গত, ক্যানসার চিকিৎসায় বিশেষ অবদান রেখেছেন রতন টাটার সংস্থা।