সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাস্তায় ফে’র দে’খা মিলবে দেশের আইকনিক মোটরসাইকেল, ক’বে লঞ্চ হ’বে?

মোটরবাইক প্রেমীদের জন্য এবার দারুন সুখবর। বাইক প্রেমিদের কাছে তুমুল জনপ্রিয় ইয়ামাহা আর এক্স ১০০। ১৯৮৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এই বাইক উৎপাদন করা হয়েছিল।

এখন এই বাইকের বিভিন্ন যন্ত্রাংশ কিনতে পাওয়া যায়। এবার এই আইকনিক মোটরসাইকেল আবার ভারতের রাস্তায় ফিরিয়ে আনা হতে পারে।

ইয়ামাহার চেয়ারম্যান জানিয়েছেন এর আগে আর এক্স ১০০ লঞ্চের কোনো পরিকল্পনা তাদের ছিল না। কিন্তু এবার এই আইকনিক মোটরসাইকেল ফিরিয়ে আনতে চাইছে কোম্পানি।

আরো পড়ুন: বিশ্ব বাজারে পেট্রোল-ডিজেলের দা’ম কমেছে! কি ভা’ব’ছে কেন্দ্রীয় সরকার?

পুরনো দুই স্ট্রোক ইঞ্জিনে এই মোটরসাইকেল লঞ্চ হবে না বলে জানানো হয়েছে। পুরনো দুই স্ট্রোক ১০০ সিসি ইঞ্জিনে এই মোটরসাইকেল পাওয়া যাবে না।

যেকোনো বাইকে আরএক্স ১০০ নাম দিয়ে লঞ্চ করতে পারবে না ইয়ামাহা। নতুন মডেলে পুরনো মডেলের ডিজাইনের ছোঁয়া থাকতে হবে। আধুনিক ফিচার থাকলেও রেট্রো ডিজাইনে এই বাইক লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আগের গাড়িটি দুর্দান্ত পারফরমেন্সের জন্য জনপ্রিয় হয়েছিল। ২০২৫ সাল পর্যন্ত লঞ্চের দিন ঠিক করে রেখেছে ইয়ামাহা। ২০২৬ সালের আগে নতুন আর এক্স ১০০ লঞ্চ ছাড়ার সম্ভাবনা কম বলে জানানো হয়েছে।

এই মুহূর্তে ভারতে ১২৫ সিসি স্কুটার ১৫০ সিসি স্পোর্স এবং স্ট্রীট মোটরসাইকেল ও ২৫০ সিসি স্ট্রিট বাইক বিক্রি করে কোম্পানি। সব মডেলের দাম আবার বাড়ানো হতে পারে।