সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“কাঁচা বাদাম”-র এবার ভোজপুরী ভা’র্স’ন, না দেখলে সবথেকে ব’ড়ো মি’স হ’বে আপনার

সোশ্যাল মিডিয়ায় এখন সুপার ট্রেন্ড হল কাঁচা বাদাম। বীরভূমের সাধারণ এক বাদাম ফেরিওয়ালা ভুবন বাদ্যকর কাঁচা বাদাম নিয়ে গান বেঁধে রাতারাতি খুব জনপ্রিয় হয়ে উঠেছিলেন। বাদাম বিক্রি করার সময় তিনি যে গান গাইছিলেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে যান এই বাদাম কাকু। ইউটিউবাররাও এরপর থেমে থাকেননি। বাংলা হিন্দি মিলিয়ে এই কাঁচা বাদাম নিয়ে একের পর এক কনটেন্ট বানিয়েছেন ইউটিউবাররাও।

এই কাঁচা বাদামের সুখ্যাতি এখন দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছে সুদূর আফ্রিকায়। আফ্রিকার জনপ্রিয় সঙ্গীত পরিচালক ডেভিড স্কট সদ্য কাঁচা বাদামের রিমিক্স গান বানিয়েছেন এবং বলা বাহুল্য তা ব্যাপক ভাইরাল ও হয়েছে। তিনি সারা বিশ্বের সঙ্গীত অনুরাগীদের গানটিকে একবার শোনার আবেদন করেছেন। এমনকি গানের প্রকৃত স্রষ্টা ভুবন বাদ্যকরকে সাহায্য করার জন্য বিশ্বের সকল শ্রোতার কাছে আবেদনও জানিয়েছেন ডেভিড স্কট। তিনি এও বলেছেন এই গান থেকে যা উপার্জন হবে তা তিনি বাদাম কাকুর হাতে তুলে দেবেন।

এই জনপ্রিয় গানের ভোজপুরি রিমেক ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যত সময় গড়াচ্ছে, কাঁচা বাদামের ভোজপুরি রিমেক তত ভাইরাল হচ্ছে। ভোজপুরিতে এই গানটি মাত্র কয়েকদিনের মধ্যেই ৫০ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছে।ভোজপুরি ভাষায় এই গানের রিমেকে অভিনয় করতে দেখা গিয়েছে ভোজপুরি অভিনেতা রাকেশ মিশ্রাকে। সাথে দেখা গিয়েছে রবি পন্ডিত এবং শিল্পী রাগওয়ানিকেও। গানের নাম ‘কাঁচা বাদাম লেলা’। ভোজপুরি ভাষায় এই গানটি লিখেছেন রাজনীশ চৌধুরী এবং গানের সুরকার ছোটু রাওয়াত।