সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জোশীমঠের অবস্থা আ’রো খা’রা’প হতে চলেছে আগামী বর্ষাতেই, আ’শ’ঙ্কা প্র’কা’শ ভূতত্ত্ববিদদের

জোশীমঠ,বা জ্যোতির্মথ অবস্থিত ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায়। এটি ৬,১৫০ ফুট (১,৮৭৫ মিটার) উচ্চতায় অবস্থিত, যা বেশ কয়েকটি হিমালয় পর্বত আরোহণ অভিযান, ট্রেকিং ট্রেইল এবং বদরীনাথের মতো তীর্থযাত্রী কেন্দ্রগুলির প্রবেশদ্বার।

সময় সঙ্গে শোচনীয় হচ্ছে উত্তরাখণ্ডের জোশীমঠের পরিস্থিতি। ঘর, দোকান, হোটেল, রাস্তা – সবকিছুতেই দেখা যাচ্ছে বিরাট বিরাট ফাটল! শহরটি ধসে যাওয়ার আশঙ্কা তৈরির হয়েছে।তাই ঘর ছাড়তে বাধ্য হয়েছেন জোশীমঠের বহু বাসিন্দা।

অন্যদিকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার রিপোর্ট অশনি সংকেত দিচ্ছে। সম্প্রতি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার উত্তরাখণ্ড শহরের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, ২৭ ডিসেম্বর ( ২০২২ ) থেকে ৮ জানুয়ারি (২০২৩ ) এর মধ্যে ১২ দিনে ৫.৪ সেমি বসে গিয়েছে জায়গাটি ।

আরো খবর: মা হিসেবে মেয়েকে এইভাবে ব’ড়ো করে তুলুন, কু’র্নি’শ জানাবে সকলেই

সবথেকে বৃহৎ ফাটলটি লম্বায় ৫০০ মিটারের বেশি,চওড়ায় প্রায় ২ ফুট। শহরটি পাহাড় কেটে বানানো হয়েছিল। গত ২৫-২৮ জানুয়ারি পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সমীক্ষা করতে উত্তরাখণ্ড রাজ্য সরকার’ শ্রী দেব সুমন উত্তরাখণ্ড বিশ্ববিদ্যালয়ের’ চার সদস্যের ভূতত্ত্ব বিশেষজ্ঞ দল পাঠিয়েছিল সেখানে।

তারা জানিয়েছে বর্ষা এলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে!বিশেষজ্ঞ দলের এক ভূতত্ত্ববিদ বলেন, ‘‘ফি বর্ষাতেই বোঝা যাবে, জোশীমঠের অস্তিত্ব থাকবে কি না।’’