সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’শে’ষ উ’দ্যো’গ গ্রহণ ক’র’লো কেন্দ্রীয় সরকার! পুজো’র আ’গে’ই স’স্তা হচ্ছে ভোজ্য’তেল

বিশেষ উদ্যোগ গ্রহণ করলো কেন্দ্রীয় সরকার! পুজোর আগেই সস্তা হচ্ছে ভোজ্যতেল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পাশাপাশি ভোজ্যতেলের দাম বৃদ্ধিতে রীতিমতো চোখে অন্ধকার দেখছে মধ্যবিত্ত। এমতাবস্থায় সাধারণের ক্ষোভ ক্রমশ বাড়ছে। হেঁসেল সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত সম্প্রদায়েরকে। তবে এবার কেন্দ্রের তরফ থেকে গৃহীত একটি সিদ্ধান্তে বড়োসড়ো স্বস্তি পেতে চলেছেন সাধারণ মানুষ। ভোজ্যতেলের দাম কমানোর জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। যাতে সয়াবিন তেল এবং পাম তেলের দাম এবার কমতে চলেছে।

সয়াবিন এবং পাম তেলের মত ধৈর্য তেলের দাম কমানোর জন্য আমদানি শুল্কের উপর বড়োসড়ো ছাড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। যার ফলে উৎসবের আগেই স্বস্তি মিলবে সাধারণের। এতদিন পর্যন্ত পাম তেলের ওপর আমদানি শুল্ক চাপানো ছিল ১০ শতাংশ। দাম কমানোর জন্য কেন্দ্রীয় তরফ থেকে আমদানি শুল্ক কমিয়ে ২.৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি ক্রুড সানফ্লাওয়ার অয়েলের দামও ৭ শতাংশ থেকে কমিয়ে ২.৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

পাশাপাশি রিফাইন সানফ্লাওয়ার অয়েল এবং পাম তেলের ক্ষেত্রে আমদানি শুল্ক কমিয়ে ৩৭.৫ শতাংশ থেকে কমিয়ে ৩২.২ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এই শুল্ক ছাড় এরপর বাইরে থেকে তেল আনাতে হলে সব মিলিয়ে ২৪.৭৫ শতাংশ কর দিতে হবে। এরমধ্যে আমদানি শুল্ক অন্তর্ভুক্ত রয়েছে। এই কর ছাড়ের ফলে আগামী দিনে যে তেলের দাম দ্রুত কমবে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

ভারতবর্ষে ব্যবহৃত মোট ভোজ্যতেলের প্রায় দুই-তৃতীয়াংশ বাইরে থেকে আসে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়াতে ভারতেও তেলের দাম হুহু করে বাড়ছিল। যার ফলে পুজোর আগেই সস্তা হচ্ছে ভোজ্যতেল।