সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গাড়ি মেরামত হ’বে মাত্র ৫০০ টা’কা’য়! দারুন অ’ফা’র নি’য়ে হা’জি’র Maruti

করোনা অতিমারির কারণে অটোমোবাইল সেকশন দারুন ক্ষতির মুখে পড়ে ছিল। এমন অনেক সংস্থা রয়েছে যাদের কিনা কয়েক মাস পর্যন্ত তাদের ম্যানুফ্যাকচারিং বন্ধ রাখতে হয়েছিল।

কিছু কিছু জায়গায় বিভিন্ন সংস্থা তাদের মানুফাকচারিং সেক্টর গুলো তুলে নিয়েছিল, কারণ সবকিছু করতে গিয়ে দারুন লোকসানের মুখে পড়তে হয়েছিল সেসব সংস্থাদের।

সেই কারণেই অনেক মানুষ নিজেদের চাকরি হারিয়েছিল। তবে সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন ঘটে, এখন গাড়ির সংস্থাগুলি কিছুটা হলেও সোজা হয়ে দাঁড়াচ্ছে।

ধীরে ধীরে লাভের মুখ দেখছে তারা,একটা সময়ে যেখানে গ্রাহকরা মুখ ফিরিয়ে নিয়েছিল এখন তারাই আবার ঝুঁকছে গাড়ি কেনার প্রতি।

তাই গ্রাহকদের আকর্ষণীয় ছাড় ও বিভিন্ন অফার দিতে নতুন নতুন উদ্যোগ নিচ্ছে সংস্থাগুলি।সম্প্রতি মারুটি সুজুকি তরফ থেকে এক দারুণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা খুবই আকর্ষণীয়।

আরো পড়ুন: রাজ্যজুড়ে বি’রা’ট আ’কা’রে রামনবমী পা’ল’ন ক’র’বে বিশ্ব হিন্দু পরিষদ

ভবিষ্যতে যদি মারুতি সুজুকি গাড়ির ইঞ্জিন খারাপ হয়, তার জন্য কভার দেবে সংস্থা।এই পরিষেবাকে Customer Convenience package (CCP) হিসেবে দেখছে কোম্পানি।

যার ফলে সংস্থার উপর একটা ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে তারা। সাধারণ গ্রাহকদের কথা মাথায় রেখেই এই কভার প্ল্যান সংস্থার। যদি হাইড্রোস্ট্যাটিক লক, অর্থাৎ ইঞ্জিনে জল বা ভেজাল জ্বালানি ব্যবহারের কারণে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তাহলে খুব সহজেই এই কভার প্লান পাবে তারা।

মোটকথা যারা উপকূলীয় অঞ্চলে বসবাস করে, বিশেষ করে যাদের অঞ্চলের ভেজাল জ্বালানি বেশি উপলব্ধ। তাদের জন্য এই কভার প্ল্যান দারুন। বন্যা সংক্রান্ত কারণে গাড়ির ইঞ্জিনের জল ঢুকে গিয়ে ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার পর এই প্ল্যান খুব সহজেই কাজে লাগবে।