সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে উদ্ধোধন হল নতুন অক্সিজেন প্ল‍্যান্টের

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে উদ্ধোধন হল নতুন অক্সিজেন প্ল‍্যান্টের

সোমবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অক্সিজেন প্ল‍্যান্টের উদ্বোধন হল। এদিন উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সার্ভিসের উপাচার্য ডঃ সুহৃতা পাল,ওএসডি ডঃ সুশান্ত রায়, শিলিগুড়ি মহকুমাশাসক শ্রীনিবাস পাটিল,মেডিক্যালের প্রিন্সিপাল ডঃ ইন্দ্রজিৎ সাহা, সুপার ডঃ সঞ্জয় মল্লিক সহ অন্যান্যরা।

এই বিষয়ে ডঃ সুশান্ত রায় বলেন আপনারা জানেন যে অক্সিজেন প্ল‍্যান্ট নিয়ে দীর্ঘদিন লড়াই করেছি সারা উত্তরবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতাল তার মধ্যে নিসহন্দে একটা। আমাদের এখানে আগে এক হাজার লিটার ছিল। পড়ে এটাকে দু হাজার লিটার করে।

এটাকে বাড়াতে যতটা সময় লাগে সেই সময়টুকু লেগেছে। এবং জনগনের উদ্দেশ্যে আজকে উদসর্গ করা হল। আর উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে আজ পর্যন্ত কোন দিনও অক্সিজেনের কমতি হয়নি। এর পাশাপাশি তিনি আরও বলেন যে এক হাজার লিটার দুটা আছে ২০০০ লিটার পার মিনিট পিএসএ অক্সিজেন উৎপাদনে সক্ষম এই প্ল‍্যান্ট।